চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদ থেকে সরে দাঁড়িয়েছেন আজিজুল হক (১২ নাম্বার ব্যালেট)। তিনি স্বতন্ত্র ভিপি প্রার্থী মাহফুজুর রহমানকে (ব্যালেট নাম্বার ১৭) সমর্থন জানিয়েছেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
আজিজুল হক বলেন, আমি ব্যক্তিগত কারণে প্রার্থিতা প্রত্যাহার করছি। আর মাহফুজকে আমি সমর্থন করছি। আমি মনে করি- মাহফুজ আমার ইশতেহারগুলোও বাস্তবায়ন করতে পারবেন। আমার শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করব, যেন মাহফুজকে ভোট দিয়ে জয়যুক্ত করেন।
এ সময় ভিপি প্রার্থী মাহফুজুর রহমান বলেন, আজিজুল হক আমার দীর্ঘদিনের বন্ধু। তিনি আমাকে সমর্থন করে সরে দাঁড়িয়েছেন। আমি নির্বাচিত হলে আজিজের ইশতেহারগুলোও বাস্তবায়ন করব।
ইউটি/টিকে