চাকসু নির্বাচন আজ

দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ, বুধবার (১৫ অক্টোবর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচনের এই দিনটিকে ঘিরে পুরো চবি ক্যাম্পাসে এখন উৎসবের আমেজ। একই সঙ্গে সুষ্ঠু ও নির্বিঘ্ন ভোট নিশ্চিত করতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শেষ সময়ে ভোটার, প্রার্থী ও প্রশাসন সবাই এখন ব্যস্ততম সময় পার করছেন।

সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ, বিজ্ঞান অনুষদ এবং কলা ও মানববিদ্যা অনুষদের দুটি ভবন— মোট পাঁচটি ভবনে ১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৪টি কেন্দ্রে হল সংসদ ও ১টি কেন্দ্রে হোস্টেল সংসদ নির্বাচন হবে। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য চাকসু ভবনে আলাদা ভোটকেন্দ্র রাখা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষায় পাঁচটি অনুষদের প্রতিটিতে একজন করে মোট পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

এছাড়া কেন্দ্রগুলোর বাইরে আরও চারজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে থাকবে মোবাইল কোর্ট। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‍্যাব, এপিবিএন, বিজিবি, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাহিনী, রোভার স্কাউট ও বিএনসিসি মিলিয়ে প্রায় ১ হাজার ৭০০ জন সদস্য মোতায়েন থাকবেন।

নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি।বহিরাগত প্রবেশে থাকবে কড়া নজরদারি।

প্রার্থীর সংখ্যা ও প্রতিদ্বন্দ্বিতা: চাকসু নির্বাচনে মোট প্রার্থী হয়েছেন ৯০৮ জন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের ২৬টি পদে লড়ছেন ৪১৫ জন প্রার্থী।এরমধ্যে ভিপি পদে ২৪, জিএস পদে ২২, এজিএস পদে ২১, খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ১২, সহ-খেলাধুলা সম্পাদক ১৪, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ১৭, সহ-সাহিত্য সম্পাদক ১৫, দপ্তর সম্পাদক ১৭, সহ-দপ্তর সম্পাদক ১৪, ছাত্রী কল্যাণ সম্পাদক ১৩, সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক ১০, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক ১১, গবেষণা সম্পাদক ১২, সমাজসেবা সম্পাদক ২০, স্বাস্থ্য সম্পাদক ১৫, মুক্তিযুদ্ধ সম্পাদক ১৭, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক ১৬, যোগাযোগ ও আবাসন সম্পাদক ১৭, সহ-যোগাযোগ সম্পাদক ১৪, আইন ও মানবাধিকার সম্পাদক ৯, পাঠাগার সম্পাদক ২০ ও নির্বাহী সদস্য পদে ৮৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে ১৪টি হল সংসদে লড়বেন ৪৭৩ জন প্রার্থী— এর মধ্যে ছাত্রদের ১০টি আবাসিক ইউনিটে ৩৫০ জন এবং ছাত্রীদের ৫টি হলে ১২৩ জন প্রার্থী রয়েছেন।

নির্বাচন উপলক্ষে বুধ ও বৃহস্পতিবার স্থগিত থাকবে ক্লাস ও পরীক্ষা। ভোট গ্রহণ থেকে শুরু করে গণনা পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে ১৪টি এলইডি স্ক্রিনে লাইভ সম্প্রচার করা হবে। শিক্ষার্থীরা যেন ক্যাম্পাসে এসে ভোট দিতে পারে তার জন্য বাড়ানো হয়েছে শাটলের ২টি ট্রিপ ও দেয়া হয়েছে ১৫টি বাস। ৩৬ বছরের দাঁড়গোড়ায় এসে প্রত্যাশিত এই নির্বাচনের জন্য সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনীসহ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাহিনী। একটি সুষ্ঠু ও নির্বিঘ্ন নির্বাচনের প্রত্যাশা করছেন শিক্ষার্থীরা।

কোন কেন্দ্রে কত ভোটার: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোট ভোটার রয়েছেন ২৭ হাজার ৫১৮ জন— এর মধ্যে ১৬ হাজার ১৮৯ জন পুরুষ ও ১১ হাজার ৩২৯ জন নারী ভোটার। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে পাঁচটি অনুষদ ভবনের ১৫টি কেন্দ্রে এবং দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য চাকসু ভবনে ১টি বিশেষ কেন্দ্রে।

প্রকৌশল অনুষদে ৪ হাজার ৩৬ জন, কলা ও মানববিদ্যা অনুষদের শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনে ৫ হাজার ২৬৩ জন, বিজ্ঞান অনুষদ ভবনে ৪ হাজার ৫৩৮ জন, সমাজবিজ্ঞান অনুষদের ড. মুহাম্মদ ইউনূস ভবনে ৬ হাজার ৬০৬ জন এবং ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে ৭ হাজার ৭৩ জন শিক্ষার্থী ভোট দেবেন।

উল্লেখ্য, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এই ছাত্র সংসদের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯০ সালে। দীর্ঘ ৩৬ বছরের অচলাবস্থা পেরিয়ে অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে ঘিরে সুষ্ঠু ও নির্বিঘ্ন ভোটের প্রত্যাশা করছেন সাধারণ শিক্ষার্থীরা।

এমআর 

Share this news on:

সর্বশেষ

img
রাজবাড়ীতে ৪০ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস, ১১ জেলের কারাদণ্ড Oct 15, 2025
img
ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আনিসুল, পলক, দীপু মনিসহ ৪৫ আসামিকে Oct 15, 2025
img
রাকসু নির্বাচনে নিরাপত্তা জোরদার, ২ হাজার পুলিশ মোতায়েন Oct 15, 2025
img
পুলিশের দুইজন ঊর্ধ্বতন কর্মকতাকে দুদকে পরিচালক হিসেবে বদলি Oct 15, 2025
img
গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু করতে চাই : ব্যারিস্টার অসীম Oct 15, 2025
img
প্রধান উপদেষ্টার বারবার বিদেশ সফর কতটা যৌক্তিক?, প্রশ্ন গোলাম মাওলা রনির Oct 15, 2025
img
৪৯তম (বিশেষ) বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা Oct 15, 2025
img
হংকং থেকেই ইংল্যান্ডের উদ্দেশে হামজা Oct 15, 2025
img
টানা তিন আসরে বিশ্বকাপে জায়গা করে নিল সৌদি আরব Oct 15, 2025
img
চাকসু নির্বাচনে কালি মুছে যাওয়ার অভিযোগ Oct 15, 2025
img
সুষ্ঠু ভোটে ডেনমার্কের সহযোগিতা চাই : ডা. শফিকুর রহমান Oct 15, 2025
img
ঘরেই তৈরি করুন ওজন কমানোর প্রাকৃতিক পানীয় Oct 15, 2025
img
নির্বাচন সুষ্ঠু হলে আমাদের সম্মান বাড়বে : চবি উপাচার্য Oct 15, 2025
img

রূপনগরে কেমিক্যাল গোডাউনে আগুন

এখনো বের হচ্ছে ধোঁয়া, কেমিক্যালের প্রভাবে অসুস্থ হচ্ছেন অনেকে Oct 15, 2025
img
গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় পর্ব শুরু হয়েছে : ট্রাম্প Oct 15, 2025
img
মন ভালো রাখার সহজ কিছু কার্যকর উপায় Oct 15, 2025
img
আন্তর্জাতিক পাচার চক্রের মূলহোতাসহ ৪ জন গ্রেপ্তার Oct 15, 2025
img
হঠাৎ হাসপাতালে ভর্তি হানিয়া আমির Oct 15, 2025
একজন নীরব সেবকের পথচলা Oct 15, 2025
img
রাজনীতি কিংবা দেশ বুঝি না : চঞ্চল চৌধুরী Oct 15, 2025