বিশ্বকাপ বাছাইপর্বে দলের বাজে পারফরম্যান্সে চাকরি হারালেন ইয়ন ডেল টমাসন। কোচের পদ থেকে তাকে বরখাস্ত করল সুইডেন।
ঘরের মাঠে সোমবার কসোভোর বিপক্ষে ১-০ গোলে হারে সুইডেন। ইউরোপ অঞ্চলের বাছাইয়ে ‘বি’ গ্রুপে চার ম্যাচে তাদের তৃতীয় হার এটি। স্রেফ এক পয়েন্ট নিয়ে চার দলের মধ্যে সবার নিচে আছে তারা।
সুইডেন ফুটবল ফেডারেশন মঙ্গলবার এক বিবৃতিতে ৪৯ বছর বয়সী টমাসনকে সরিয়ে দেওয়ার কথা জানায়।
সুইডেনের প্রথম বিদেশি কোচ হিসেবে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব নিয়েছিলেন তিনি।
আক্রমণভাগে আলেকসান্দার ইসাক ও ভিক্তর ইয়োকেরেশের মতো তারকা থাকতেও খুব ভুগছে সুইডেন। স্লোভেনিয়ার বিপক্ষে ২-২ ড্রয়ে বিশ্বকাপ বাছাই শুরুর পর টানা তিন ম্যাচে হারে তারা; কসোভোর বিপক্ষে দুইবার হারের মাঝে সুইজারল্যান্ডের বিপক্ষে তেতো স্বাদ পায় দলটি। এই তিন ম্যাচে তারা গোল করতে পারে স্রেফ একটি।
চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে আছে সুইজারল্যান্ড। ৭ পয়েন্ট নিয়ে কসোভো দুইয়ে, ৩ পয়েন্ট নিয়ে স্লোভেনিয়া তিনে আছে।
শীর্ষ দল সরাসরি পাবে ২০২৬ বিশ্বকাপের টিকেট। রানার্সআপ খেলবে প্লে-অফে।
ম্যাচ বাকি আছে দুটি করে।
এমআর