স্বর্ণের এতো দাম যা আগে কখনো দেখেনি বিশ্ব!

বিশ্ববাজারে স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। আজ বুধবার (১৫ অক্টোবর) স্পট মার্কেটে আউন্সপ্রতি স্বর্ণের দাম ৪ হাজার ২০০ ডলার ছাড়িয়েছে যা এর আগে কখনও দেখা যায়নি।

মার্কিন সুদের হার কমতে পারে এমন প্রত্যাশা এবং নতুন করে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনা সৃষ্টি হওয়ায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন।

লন্ডন সময় সকাল ৬টা ৫৯ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম বেড়েছে ১ দশমিক ৪ শতাংশ, আউন্সপ্রতি ৪ হাজার ২০০ দশমিক ১১ ডলার। ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রে ফিউচার মার্কেটে স্বর্ণের দাম বেড়েছে ১ দশমিক ৩ শতাংশ, দাঁড়িয়েছে ৪ হাজার ২১৮ ডলারে।

সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা, বিশেষ করে যুক্তরাষ্ট্র সরকারের আংশিক কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া এবং ফেডারেল রিজার্ভের শীর্ষ কর্মকর্তাদের ‘সহনশীল নীতি’ মন্তব্য, সোনার দামে নতুন গতি এনে দিয়েছে বলে বিশ্লেষকদের মত।

স্টোনএক্সের সিনিয়র বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, যুক্তরাষ্ট্র সরকারের কার্যক্রম বন্ধ থাকা ও জেরোম পাওয়েলের নরম সুরের মন্তব্য সোনার দামের দ্রুত বৃদ্ধির সর্বশেষ কারণ।

ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরোম পাওয়েল বলেন, যুক্তরাষ্ট্রের শ্রমবাজার এখনো দুর্বল অবস্থায় আছে, যদিও অর্থনীতি ‘প্রত্যাশার তুলনায় কিছুটা ভালো পথে রয়েছে’। তিনি আরও জানান, সুদের হার নির্ধারণ এখন ‘মিটিং-ভিত্তিক’ সিদ্ধান্ত হবে, যেখানে শ্রমবাজারের দুর্বলতা ও লক্ষ্য ছাড়ানো মুদ্রাস্ফীতির মধ্যে ভারসাম্য রক্ষা করা হবে।

বিনিয়োগকারীরা এখন প্রায় নিশ্চিত যে অক্টোবর ও ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে ফেডের পক্ষ থেকে অন্তত ০.২৫ শতাংশ (২৫ বেসিস পয়েন্ট) সুদের হার কমানো হবে। কম সুদের পরিবেশে সাধারণত সোনা ভালো করে, কারণ এতে ধরে রাখার খরচ কমে যায়।

নিরাপদ আশ্রয়ের এই ধাতুটি এ বছর এখন পর্যন্ত প্রায় ৫৯ শতাংশ বেড়েছে। বিশ্লেষকদের মতে, এই উত্থানের পেছনে ভূরাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অনিশ্চয়তা, মার্কিন সুদ কমানোর প্রত্যাশা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর রেকর্ড পরিমাণ ক্রয়, ‘ডি-ডলারাইজেশন’ প্রবণতা এবং এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড (ইটিএফ) থেকে শক্তিশালী বিনিয়োগ প্রবাহ সবকিছুই ভূমিকা রেখেছে।
সিম্পসনের ভাষায়, ‘এই দৌড় এখন অনেকটাই ‘‘মোমেন্টাম ট্রেড’’ বিনিয়োগকারীরা দাম আরও বাড়বে ভেবে স্বর্ণের বাজারে ঢুকছেন।’

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার জানিয়েছেন, ফেডারেল সরকারের বন্ধ হয়ে যাওয়ার ফলে যেসব ‘ডেমোক্র্যাটিক প্রোগ্রাম’ বন্ধ থাকবে তার তালিকা শুক্রবার প্রকাশ করা হবে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, চীনের সঙ্গে কিছু বাণিজ্যিক সম্পর্ক বিশেষ করে রান্নার তেলের মতো পণ্যক্ষেত্রে কেটে ফেলার বিষয়টি বিবেচনায় আছে।

দুই দেশের মধ্যে মঙ্গলবার থেকে পাল্টাপাল্টি বন্দর শুল্ক আরোপ শুরু হয়েছে, যা নতুন করে বৈশ্বিক বাণিজ্য উদ্বেগ বাড়িয়েছে।

এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ২০২৫ সালের বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কিছুটা বাড়িয়েছে। তবে সংস্থাটি সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনা আবারও বাড়লে সেই প্রবৃদ্ধি ধীর হতে পারে।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও রেকর্ড গড়েছে। মঙ্গলবার রুপার দাম আউন্সপ্রতি ৫৩ দশমিক ৬০ ডলারে পৌঁছানোর পর বুধবার ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫২ দশমিক ৪৮ ডলারে।

সরবরাহ কমে যাওয়ার কারণে রুপার বাজারেও চাপ বাড়ছে।

এছাড়া প্লাটিনামের দাম বেড়েছে ১ দশমিক ৩ শতাংশ, আউন্সপ্রতি ১ হাজার ৬৫৮ দশমিক ৬৫ ডলার। প্যালাডিয়ামের দাম ০.৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৩৮ দশমিক ৭৫ ডলারে।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
২০২৬ ফুটবল বিশ্বকাপের রেকর্ড প্রাইজমানি ঘোষণা ফিফার Dec 17, 2025
img
নিজের বিকৃত ছবি ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ শ্রীলীলা Dec 17, 2025
img
হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার Dec 17, 2025
img
হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন: প্রেস উইং Dec 17, 2025
img
ইমরান খানের সঙ্গে দেখা করতে জানুয়ারিতে পাকিস্তানে ফেরার পরিকল্পনা দুই ছেলের Dec 17, 2025
img
পৃথক স্মরণসভা নিয়ে এবার মুখ খুললেন দেওল ঘনিষ্ঠ মনোজ দেশাই Dec 17, 2025
img
শিল্পা শেঠির রেস্তোরাঁর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ম্যানেজার Dec 17, 2025
img
চব্বিশের ডামি প্রার্থীরা যেন ভোটে অংশ নিতে না পারেন: ইসিকে লিগ্যাল নোটিশ Dec 17, 2025
img
ভূমিকম্পে কেঁপে উঠল সৌদি আরব Dec 17, 2025
img
কৃষকের ১১৭টি আমগাছ কেটে নিল দুর্বৃত্তরা Dec 17, 2025
img
বিয়ের আগে ব্যাচেলর পার্টি করতে শ্রীলঙ্কায় রাশমিকা! Dec 17, 2025
img

আইপিএল নিলাম

দল পাওয়া নিয়ে নাটকীয়তা, সুযোগ পেয়ে বললেন ‘নতুন জীবন পেলাম’ Dec 17, 2025
img
প্রাক্তন স্ত্রীর কাছে বড় অঙ্কের ক্ষতিপূরণ চাইলেন কুমার শানু Dec 17, 2025
img
‘রাজাকার’ বয়ানে হাসিনার পতন, আবারও এই ঘৃণা ছড়ানো হচ্ছে: হেফাজত Dec 17, 2025
img
নিজের বিচার সরাসরি সম্প্রচারের দাবি ইনুর Dec 17, 2025
img
আমার গানের গলার ক্রেডিট শাবনূরকেই দিতে চাই : কনকচাঁপা Dec 17, 2025
img
মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান Dec 17, 2025
img
চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই সরে দাঁড়ালেন পাকিস্তানের প্রধান কোচ Dec 17, 2025
img
দেশ-বিদেশ ঘুরতে প্রস্তুত বাঁধনের থ্রিলার ঘরানার সিনেমা ‘মাস্টার’ Dec 17, 2025
দেশের প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপোর উদ্বোধন Dec 17, 2025