চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার নেমে এসেছে ৫১.৮৬ শতাংশে। যা গত বছর ছিল ৮৫.৩৯ শতাংশ। এ বছর গড় পাসের হার প্রায় ৩৩.৫৩ শতাংশ হ্রাস পেয়েছে।
এর আগের বছর পাশের হার ছিল ৭১ দশমিক ৬২ শতাংশ। এবারও জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছেলেদের টপকিয়ে এগিয়ে রয়েছে মেয়েরা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী।
তিনি বলেন, এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬০২ জন। এরমধ্যে ছেলে ৬৮১ ও মেয়ে ৯২১ জন।
এ বছর মোট পরীক্ষার্থী ছিল ৬৯ হাজার ১৭২ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ৩৫ হাজার ৮৭১ জন। পাসকৃতদের মধ্যে ২৭ হাজার ৭৬৪ জন ছেলে ও ৪১ হাজার ৪০৮ জন মেয়ে।
জেলাভিত্তিক ফলাফলে এগিয়ে রয়েছে সিলেট। এ বছর সিলটে ১৮ হাজার ৩৩০ জন, মৌলভীবাজারে ৬ হাজার ৩০৮ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৭৬৫ জন, হবিগঞ্জে ৫ হাজার ৪৬৮ জন ও সুনামগঞ্জে ৫ হাজার ৭৬৫ জন শিক্ষার্থী পাস করেছে।
আরপি/এসএন