অস্ট্রেলিয়ার বিপক্ষে ঠিকঠাক লড়াইটাই করতে পারলো না বাংলাদেশের মেয়েরা। টানা চতুর্থ হারে সেমিফাইনালের আশা ক্ষীণ হয়ে গেলো টাইগ্রেসদের।
নারী ওয়ানডে বিশ্বকাপে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) জ্যোতিদের ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করলো অজিরা। ১৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অ্যালিসা হিলি ও ফোয়েব লিচফিল্ডের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ২৫.১ ওভার হাতে রেখেই জয় তুলে নেয় তারা।
দলকে দাপুটে জয় এনে দেওয়ার পথে প্রায় দেড়শ স্ট্রাইকরেটে সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত ছিলেন অধিনায়ক হিলি। একশর উপর স্ট্রাইকরেটে ৮৪ রানে অপরাজিত ছিলেন আরেক ওপেনার লিচফিল্ড।
এদিন ১৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের কোনো সুযোগই দেননি অস্ট্রেলিয়ার দুই ওপেনার অ্যালিসা হিলি ও ফোয়েব লিচফিল্ড। ওয়ানডেকে টি-টোয়েন্টি ফরম্যাট বানিয়ে টাইগ্রেস বোলারদের ২২ গজে শাসন করেছেন তারা। অবশ্য তাদের সুযোগটা করে দিয়েছে বাংলাদেশি ফিল্ডাররাই। বেশ কয়েকটি ক্যাচ ছেড়ে নস্যাৎ করেছেন আউটের সুযোগ। এছাড়া বাজে ফিল্ডিং তো দেখা গেছেই। তাতে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি তুলে নিয়েছেন হিলি। ৭৭ বলে ২০ চারের মারে ১১৩ রানে অপরাজিত ছিলেন তিনি। আরেক ওপেনার লিচফিল্ড ৭২ বলে ১২ চার ও ১ ছক্কায় ৮৪ রানে অপরাজিত ছিলেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে রুবাইয়া হায়দার ঝিলিক ও সোবানা মোস্তারি ছাড়া কেউই ব্যাট হাতে দ্যুতি ছড়াতে পারেননি। ৫৯ বলে ৮ চারের মারে ৪৪ রান করে আউট হন ঝিলিক। আর ৮০ বলে ৯ চারের মারে ৬৬ রানে অপরাজিত ছিলেন সোবানা। দুজনের বাইরে দুই অঙ্কের দেখা পেয়েছিলেন শারমিন আক্তার (১৯) ও নিগার সুলতানা জ্যোতি (১২)। তাতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে কোনোরকম ১৯৮ রান সংগ্রহ করেছিল টিম টাইগ্রেস।
বল হাতে এদিন লাল সবুজদের বেশ ভুগিয়েছেন দুই স্পিনার অ্যালানা কিং ও জর্জিয়া ওয়ারহ্যাম। অ্যালানা ১০ ওভারে ৪ মেডেন দিয়ে মাত্র ১৮ রান খরচায় ২ উইকেট নেন। জর্জিয়া ৭ ওভারে ১ মেডেন দিয়ে ২২ রান খরচায় ২ উইকেট নেন। এছাড়া ২টি করে উইকেটের দেখা পেয়েছেন অ্যাশলি গার্ডনার ও অ্যানাবেল সাদারল্যান্ড।
এদিকে টানা চতুর্থ হারে সেমিফাইনালের আশা ক্ষীণ হয়ে গেলো জ্যোতিদের। ৫ ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে অবস্থান তাদের। অন্যদিকে পরিত্যক্ত এক ম্যাচ বাদ দিয়ে বাকি ৪ ম্যাচেই জয় তুলে সবার আগে আসরের সেমিফাইনাল নিশ্চিত করলো অজিরা। ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা।
টিএ/