২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়। আসন্ন এই বিশ্বকাপে জায়গা করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বৃহস্পতিবার তারা ওমানের আল আমেরাতে অনুষ্ঠিত এশিয়া-ইস্ট এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্বে জাপানকে ৮ উইকেটে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে।
জাপানের দেয়া ১১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আমিরাতের দুই ওপেনার আলিশান শরাফু ও মোহাম্মদ ওয়াসিম ৭০ রানের জুটি গড়েন। বল হাতে হায়দার আলী নেন ৩ উইকেট তাও মাত্র ২০ রানে। আর তাতেই জয় তুলে নেয় সংযুক্ত আরব আমিরাত। এই জয়ে বাছাইপর্বের শীর্ষ দল হয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে দলটি।
আরব আমিরাত ছাড়াও এশিয়া-ইস্ট এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্ব থেকে বিশ্বকাপে জায়গা পেয়েছে নেপাল ও ওমান। আসন্ন এই বিশ্বকাপে অংশ নিচ্ছে মোট ২০টি দল। সরাসরি খেলার যোগ্যতা পেয়েছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ সাত দল- আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ।
আর র্যাঙ্কিংয়ের হিসেবে বিশ্বকাপে খেলছে নিউজিল্যান্ড, পাকিস্তান ও আয়ারল্যান্ড। বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে উঠেছে আরও আট দল। এর মধ্যে আমেরিকা অঞ্চল থেকে কানাডা। ইউরোপ অঞ্চল থেকে ইতালি। যারা কিনা প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে চলেছে। তাদের সঙ্গে বিশ্বকাপের টিকিট কেটেছে নেদারল্যান্ডসও।
আফ্রিকা অঞ্চল থেকে বিশ্বকাপে সুযোগ পেয়েছে নামিবিয়া ও জিম্বাবুয়ে। আগের বিশ্বকাপের ফরম্যাটেই অনুষ্ঠিত হবে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে রাউন্ড-রবিন পদ্ধতিতে খেলবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল যাবে সুপার এইটে। সেখানেও দুইটি গ্রুপে ভাগ হয়ে আরও একটি রাউন্ড-রবিন পর্ব অনুষ্ঠিত হবে। এরপর দুই গ্রুপের সেরা চার দল উঠবে সেমিফাইনালে। শেষ পর্যন্ত শিরোপার লড়াই হবে ফাইনালে।
টিজে/এসএন