আগামী বছরের শুরুতে ব্যাংকের সুদহার বড় পরিসরে কমা উচিত। কেননা অর্থনীতি যে গতিতে এগোচ্ছে তাতে সামনে অনেক বিনিয়োগ লাগবে। এমন মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায়, মেট্রোপলিটন চেম্বারের বিজনেস ক্লাইমেট ইনডেক্স প্রকাশনা অনুষ্ঠানে যোগ দেন তিনি।
গবেষকরা জানান, ব্যবসার পরিচালনার ৫টি খাতে ভোগান্তি বেড়েছে। অবকাঠামো উন্নয়নে সরকারের মনোযোগ নেই। শৃঙ্খলা ফেরানো যায়নি রাজস্ব বোর্ডে। এভাবে চললে এলডিসি গ্র্যাজুয়েশনে বিপদ বাড়বে বলে জানান ব্যবসায়ী নেতারা।
জবাবে উপদেষ্টা বলেন, বিনিয়োগে ঝুঁকি বাড়লে ধরে নিতে হবে দুর্নীতি কমেছে। সরকার ভুল করছে, আবার কাজের মাঝে সংশোধন করছে। তারপরও যে ব্যবসায়ীরা সমালোচনা করছেন, তারা বিগত সরকারের সময়ে কথাই বলতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।
টিজে/এসএন