বিশ্ববাজারে সোনার দামে ফের রেকর্ড

সোনা রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে। আউন্সপ্রতি সোনার দাম ইতিহাস গড়ে ৪ হাজার ৩০০ ডলার ছাড়িয়েছে; যা ২০০৮ সালের পর সবচেয়ে বড় সাপ্তাহিক উত্থান বলে জানিয়েছে রয়টার্স। শুক্রবার (১৭ অক্টোবর) স্পট মার্কেটে সোনার দাম শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ৩৩২ দশমিক ১৭ ডলারে দাঁড়ায়। এর আগে দাম সর্বোচ্চ ৪ হাজার ৩৭৮ দশমিক ৬৯ ডলারে উঠেছিল।

ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রে সোনা ফিউচারসের দাম ১ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ৩৪৫ দশমিক ৯০ ডলারে লেনদেন হয়। চলতি সপ্তাহে সোনার দাম বেড়েছে প্রায় ৮ শতাংশ যা ২০০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকটের সময়ের পর সর্বোচ্চ সাপ্তাহিক বৃদ্ধি। জার্মানির হেরাউস মেটালসের মূল্যবান ধাতু ব্যবসায়ী আলেকজান্ডার জুম্ফে বলেন, ‘সুদের হার কমানোর প্রত্যাশা, ভূরাজনৈতিক উত্তেজনা এবং ব্যাংক খাতের উদ্বেগ সোনার জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে। তবে সাময়িকভাবে কিছুটা স্থিতি দেখা দিতে পারে।

প্রযুক্তিগত সূচকে দেখা গেছে, সোনার রিলেটিভ স্ট্রেংথ ইনডেক্স (আরএসআই) এখন ৮৮ যা ইঙ্গিত দেয়, দাম বর্তমানে অতিরিক্ত ক্রয় অঞ্চলে রয়েছে। অন্যদিকে, স্পট মার্কেটে রূপার দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমে আউন্সপ্রতি ৫৪ ডলারে নেমেছে। এর আগে এটি ৫৪ দশমিক ৪৭ ডলারে উঠে ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছিল। তবু সপ্তাহজুড়ে রূপার দাম বেড়েছে ৭ দশমিক ৪ শতাংশ।

যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ব্যাংকগুলোর শেয়ারে বড় ধস নামায় বিশ্ব শেয়ারবাজারে চাপ পড়েছে। ফলে বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে সরে গিয়ে নিরাপদ আশ্রয় হিসেবে সোনার দিকে ঝুঁকছেন। ফেডারেল রিজার্ভের গভর্নর ক্রিস্টোফার ওয়ালার আরও এক দফা সুদের হার কমানোর পক্ষে মত দিয়েছেন। ধারণা করা হচ্ছে, ফেড ২৯-৩০ অক্টোবরের বৈঠকে ২৫ বেসিস পয়েন্ট হারে সুদ কমাতে পারে এবং ডিসেম্বরেও আরো এক দফা হ্রাসের সম্ভাবনা রয়েছে।

এদিকে, চীন বিরল খনিজ রপ্তানি নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘অযথা আতঙ্ক সৃষ্টির’ অভিযোগ তুলেছে এবং রপ্তানি সীমাবদ্ধতা তুলে নেওয়ার আহ্বান প্রত্যাখ্যান করেছে। চলতি বছর এখন পর্যন্ত সোনার দাম বেড়েছে প্রায় ৬৬ শতাংশ। বিশেষজ্ঞদের মতে, ভূরাজনৈতিক অস্থিরতা, কেন্দ্রীয় ব্যাংকের ক্রয় বৃদ্ধি, ডি-ডলারাইজেশন প্রবণতা এবং এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড (ইটিএফ) প্রবাহই এই ঊর্ধ্বগতির মূল কারণ।

সোসিয়েত জেনেরালের পণ্য গবেষণা বিভাগের প্রধান মাইকেল হেইগ বলেন, ‘ইটিএফ প্রবাহই এখন বাজারে সোনার দাম বাড়ার প্রধান চালিকা শক্তি।’ বিশ্বের সবচেয়ে বড় সোনাভিত্তিক ইটিএফ ‘এসপিডিআর গোল্ড ট্রাস্ট’ জানিয়েছে, বৃহস্পতিবার তাদের মজুত বেড়ে ১ হাজার ৩৪ দশমিক ৬২ টনে দাঁড়িয়েছে যা জুলাই ২০২২ সালের পর সর্বোচ্চ।

আন্তর্জাতিক ব্যাংক এইচএসবিসি তাদের ২০২৫ সালের গড় সোনা মূল্যপ্রত্যাশা ১০০ ডলার বাড়িয়ে আউন্সপ্রতি ৩ হাজার ৪৫৫ ডলার করেছে। ব্যাংকটির পূর্বাভাস, ২০২৬ সালে সোনার দাম আউন্সপ্রতি ৫ হাজার ডলারে পৌঁছাতে পারে। অন্য মূল্যবান ধাতুর মধ্যে প্লাটিনামের দাম ৪ শতাংশ কমে আউন্সপ্রতি ১ হাজার ৬৪৪ দশমিক ৭৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২.২ শতাংশ কমে ১ হাজার ৫৭৮ দশমিক ০৭ ডলারে নেমেছে।

দেশে বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা। ২১ ক্যারেটের ভরি ২ লাখ ৬ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৭৭ হাজার ১ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ১ লাখ ৪৭ হাজার ৩৫১ টাকা। রুপার বাজারেও রেকর্ড দেখা গেছে। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ২০৫ টাকায় যা ইতিহাসে সর্বোচ্চ। ২১ ক্যারেটের ভরি ৫ হাজার ৯১৪ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৫ হাজার ৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ৩ হাজার ৮০২ টাকা।

সূত্র : রয়টার্স
এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img

আইপিএল নিলাম

দল পাওয়া নিয়ে নাটকীয়তা, সুযোগ পেয়ে বললেন ‘নতুন জীবন পেলাম’ Dec 17, 2025
img
প্রাক্তন স্ত্রীর কাছে বড় অঙ্কের ক্ষতিপূরণ চাইলেন কুমার শানু Dec 17, 2025
img
‘রাজাকার’ বয়ানে হাসিনার পতন, আবারও এই ঘৃণা ছড়ানো হচ্ছে: হেফাজত Dec 17, 2025
img
নিজের বিচার সরাসরি সম্প্রচারের দাবি ইনুর Dec 17, 2025
img
আমার গানের গলার ক্রেডিট শাবনূরকেই দিতে চাই : কনকচাঁপা Dec 17, 2025
img
মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান Dec 17, 2025
img
চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই সরে দাঁড়ালেন পাকিস্তানের প্রধান কোচ Dec 17, 2025
img
দেশ-বিদেশ ঘুরতে প্রস্তুত বাঁধনের থ্রিলার ঘরানার সিনেমা ‘মাস্টার’ Dec 17, 2025
দেশের প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপোর উদ্বোধন Dec 17, 2025
জোট নয়, আসন সমঝোতা: বদলাচ্ছে বিএনপির কৌশল Dec 17, 2025
মুক্তিযুদ্ধের পটভূমিতে বলিউড সিরিজ, নেতৃত্বে আরিফিন শুভ Dec 17, 2025
img
শ্রীলঙ্কাকে হারিয়ে অপরাজিত থেকে সেমিফাইনালে বাংলাদেশ Dec 17, 2025
img
শোকস্তব্ধ ডিনো মোরিয়া, প্রাক্তনের দুঃসময়ে এগিয়ে এলেন বান্ধবী বিপাশা! Dec 17, 2025
img
ইউরোপকে পুতিনের কড়া হুঁশিয়ারি Dec 17, 2025
img
ভারতের হাইকমিশনের ইট খুলে নেওয়ার বার্তা দিলেন ডাকসু নেতা Dec 17, 2025
img
ক্যান্সারের কাছে হার মানলেন অভিনেতা ‘বাক রজার্স’ Dec 17, 2025
img
এমন কিছু ঘটবে যা সারাদেশ কাঁপাবে, বান্ধবীকে হাদির হামলাকারী ফয়সাল Dec 17, 2025
img
চেয়ারে কেউ একবার বসলে সে আর ছাড়তে চায় না: ধর্ম উপদেষ্টা Dec 17, 2025
img
বিতর্কিত অঙ্গভঙ্গির ছবি শেয়ার করে মুকুট হারালেন মিস ফিনল্যান্ড Dec 17, 2025
img
আওয়ামী সন্ত্রাসীদের দেখামাত্র গ্রেপ্তার, না হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা Dec 17, 2025