মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ শনিবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শুরু হবে দুপুর ১:৩০ টায়।
র্যাংকিং পয়েন্টের জন্য গুরুত্বপূর্ণ এই সিরিজে দুই দলই ২০২৭ সালের বিশ্বকাপে স্বয়ংক্রিয় যোগ্যতা নিশ্চিত করার সুযোগ বাড়াতে চাইছে। ইতিহাসে দুই দলের মধ্যে পার্থক্য খুব বেশি নয়; একে অপরের বিপক্ষে প্রতিটি দলের ছয়টি করে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জয় রয়েছে।
বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ বড়, কারণ আফগানিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ হারের পর তারা ধারাবাহিকভাবে পঞ্চম ওয়ানডে সিরিজ হারতে চায় না। ঘরের মাঠে এই সিরিজে নিজেদের পুনরুদ্ধারের সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
এখন পর্যন্ত দুই দল ৪৭টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে। যেখানে ওয়েস্ট ইন্ডিজের ২৪ জয়, বাংলাদেশের ২১ জয়, এবং ২টি ম্যাচ নিষ্পত্তিহীন।
শের-ই-বাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ ৬ জয় পেয়েছে, বাংলাদেশ জিতেছে ৪ ম্যাচ।
বর্তমান ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড থেকে কেবল শাই হোপ ও রোস্টন চেজের আগে বাংলাদেশে ওয়ানডে খেলার অভিজ্ঞতা রয়েছে।
বাংলাদেশ গত বছর নভেম্বর থেকে বাংলাদেশ শেষ পাঁচটি ওয়ানডে সিরিজে হেরেছে, যেখানে ১৪ ম্যাচের মধ্যে মাত্র ২টি জয় পেয়েছে। তাই ঘরের মাঠে এই সিরিজে তারা নতুন উদ্যমে খেলতে নামবে।
আইকে/এসএন