সপ্তাহের ব্যবধানে দেশের ডিএসইর বাজার মূলধন কমলো ১৮ হাজার কোটি টাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে (১২-১৬ অক্টোবর) লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে তিনদিনই বেশিরভাগ সিকিউরিটিজের দরপতন হয়েছে। এতে এক্সচেঞ্জটির সবগুলো সূচক ৩ থেকে ৪ শতাংশের বেশি কমেছে। পাশাপাশি ডিএসইর গড় লেনদেন কমেছে প্রায় ২১ শতাংশ। আর ডিএসইর বাজার মূলধন সপ্তাহের ব্যবধানে প্রায় ১৮ হাজার কোটি টাকা কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছ, গত সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৬টি সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৫৬টির। বিপরীতে কমেছে ৩২৬টির। আর ১৪টির দর অপরিবর্তিত রয়েছে।

এই বড় সংখ্যক শেয়ার ও ইউনিটে দরপতন হওয়ায় গত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১৬৪ পয়েন্ট বা ৩ দশমিক ১১ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে সূচকটির অবস্থান দাঁড়িয়েছে ৫ হাজার ১১৯ পয়েন্টে। আগের সপ্তাহ শেষে যা ছিল ৫ হাজার ২৮৪ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর বাছাই করা ৩০ কোম্পানির শেয়ার নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৬৫ পয়েন্ট বা ৩ দশমিক ২০ শতাংশ কমে ১ হাজার ৯৬৮ পয়েন্টে অবস্থান নিয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ২ হাজার ৩৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস সপ্তাহের ব্যবধানে ৪৮ পয়েন্ট বা ৪ দশমিক ২৩ শতাংশ কমে ১ হাজার ৮৬ পয়েন্টে অবস্থান নিয়েছে। আগের সপ্তাহ শেষে সূচকটির অবস্থান ছিল ১ হাজার ১৩৪ পয়েন্টে।

আলোচিত সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয়েছে ৫২২ কোটি ২২ লাখ টাকা। আগের সপ্তাহে এই লেনদেন হয়েছিল ৬৫৭ কোটি ১৩ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর গড় লেনদেন কমেছে ১৩৫ কোটি ৮ লাখ টাকা বা ২০ দশমিক ৫৩ শতাংশ। আর আলোচিত সপ্তাহে ডিএসইর সার্বিক লেনদেন হয়েছে ২ হাজার ৬১১ কোটি ১২ লাখ টাকা। তার আগের সপ্তাহের তিন কার্যদিবসে যা হয়েছিল ৩ হাজার ২৮৫ কোটি ৬৪ লাখ টাকা।

গত বৃহস্পতিবার শেষে ডিএসইর বাজার মূলধন কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৯৯ হাজার ২৮৫ কোটি টাকা। আগের সপ্তাহ শেষে যা ছিল ৭ লাখ ১৭ হাজার ১২৬ কোটি ৭৮ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ১৭ হাজার ৮৪১ কোটি ৭৮ লাখ টাকা বা ২ দশমিক ৫৪ শতাংশ।

এদিকে সপ্তাহের ব্যবধানে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবগুলো মূল্যসূচক কমে যাওয়ার পাশাপাশি লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ সিকিউরিটিজের দর কমেছে। তবে এক্সচেঞ্জটির লেনদেনের পরিমাণও কিছুটা বেড়েছে। সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৩ দশমিক ২০ শতাংশ কমে ১৪ হাজার ৪৬৯ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৩ দশমিক ১৬ শতাংশ কমে ৮ হাজার ৮৯৮ পয়েন্টে অবস্থান নিয়েছে।

সিএসইতে গত সপ্তাহে ৩০৩টি সিকিউরিটিজের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪১টি, কমেছে ২৪৪টি এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির দর।

এক্সচেঞ্জটিতে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে লেনদেন হয়েছে ৬৯ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট। আগের সপ্তাহের পাঁচ কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪২ কোটি টাকা টাকা।

এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

ঘুম থেকে উঠে নবীজি যে আমল করতেন | ইসলামিক টিপস Oct 18, 2025
'আজকে বাংলাদেশকে মুক্ত করেছে আসিফ মাহমুদরা' Oct 18, 2025
img
খুলনায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর Oct 18, 2025
ছন্দে ছন্দে তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবি রাবি শিক্ষার্থীদের Oct 18, 2025
যে কারণে সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে বললেন নাহিদ Oct 18, 2025
টিকিট বুকিংয়ে আবারও প্রতারণা Oct 18, 2025
img
সিলেটে রিয়াদ ফেরত একটি ফ্লাইটের জরুরি অবতরণ Oct 18, 2025
img
আগুন লাগার ঘটনাকে বিচ্ছিন্ন হিসেবে দেখি না: সারজিস Oct 18, 2025
img
জুলাই সনদে স্বাক্ষর না করে ইতিহাস গড়ল এনসিপি : রনি Oct 18, 2025
সয়াবিন তেলে ২০ গুণ বেশি মার্কারি! Oct 18, 2025
শাপলা এবং শাপলাই হবে এনসিপির মার্কা: নাহিদ Oct 18, 2025
জুলাই যোদ্ধাদের উদ্দেশ্যে যা বলছেন বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক Oct 18, 2025
'আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী গতকাল বিশৃঙ্খলা করেছে' Oct 18, 2025
কেন সনদে স্বাক্ষর করেনি এনসিপি? জানালেন নাহিদ Oct 18, 2025
img
গিলের কাছে নেতৃত্ব হারানোর ভয় সূর্যকুমারের Oct 18, 2025
আলোচিত ৭০ নং অনুচ্ছেদে একমত দলগুলো! Oct 18, 2025
img
শাহজালাল বিমানবন্দরের আগুনের পরিস্থিতি পর্যবেক্ষণে ফায়ার সার্ভিসের ডিজি Oct 18, 2025
ছাত্রদল প্যানেলের বিজয়ী ক্রীড়া সম্পাদক বললেন, রাকসু নির্বাচন হয়েছে সুষ্ঠু ও উৎসবমুখর Oct 18, 2025
জুলাই সনদে স্বাক্ষর না করার কারণ জানালেন সারোয়ার তুষার Oct 18, 2025
জুলাই সনদে স্বাক্ষর না করার কারণ জানালেন সারোয়ার তুষার Oct 18, 2025