দেশের সংবিধান ও আইনি কাঠামো অনুযায়ী আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন আয়োজনের সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। শনিবার (১৮ অক্টোবর) সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর পাঠাগার মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্যকালে এমনটা জানান তিনি।
স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত ওই মতবিনিময় সভায় ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, জামায়াত তাদের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পিআর পদ্ধতির দাবিতে কর্মসূচি পালন করছে। তবে বর্তমান সংবিধান ও আইনি কাঠামো অনুযায়ী সেই সুযোগ নেই।
এ সময় ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিজের নির্বাচনী এলাকার উন্নয়ন ভাবনা তুলে ধরেন। সেই সঙ্গে মনোনয়ন না পেলে স্বতন্ত্র নির্বাচনের সুযোগ নেই উল্লেখ করে দল যাকে মনোনয়ন দেবে, তার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
ইএ/টিকে