কাতারে আলোচনায় বসছে পাকিস্তান-আফগানিস্তান

পাকিস্তান ও আফগানিস্তানের কর্মকর্তারা কাতারে বৈঠকে বসতে যাচ্ছেন। আফগানিস্তানে বিমান হামলা চালায় অন্তত ১০ জন নিহত হয় এবং সীমান্তে যুদ্ধবিরতি ভঙ্গ হওয়ার পর শনিবার (১৮ ক্টোবর) দেশ দুইটির মধ্যে এই আলোচনা হতে যাচ্ছে।

পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল আফগান সীমান্ত এলাকায় সক্রিয় এক জঙ্গি গোষ্ঠী, যা পাকিস্তানি তালেবানের (টিটিপি) সহযোগী হিসেবে পরিচিত। এর আগে পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে জঙ্গি হামলায় কয়েকজন আধাসামরিক সদস্য নিহত হন।

আফগান সরকার শুক্রবার রাতে ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে। এর আগে প্রায় এক সপ্তাহ ধরে চলা সংঘর্ষে উভয় দেশের সেনা ও বেসামরিক নাগরিকসহ ডজনখানেক প্রাণহানি ঘটে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বৈঠকে আফগান মাটি থেকে পাকিস্তানে পরিচালিত সন্ত্রাসী কার্যক্রম বন্ধ ও সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।

রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ও গোয়েন্দা প্রধান জেনারেল আসিম মালিক দোহায় অনুষ্ঠিত বৈঠকের প্রতিনিধি দলে রয়েছেন।

আফগান প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ইয়াকুবের নেতৃত্বাধীন প্রতিনিধি দল কাতারে পৌঁছেছে বলে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছে।

এক জ্যেষ্ঠ তালেবান কর্মকর্তা এএফপিকে বলেন, পাকিস্তান যুদ্ধবিরতি ভেঙে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের তিনটি স্থানে বোমা হামলা চালিয়েছে। আফগানিস্তান প্রতিশোধ নেবে।

তবে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ শনিবার বলেন, আমরা এই লঙ্ঘনের জবাব দেওয়ার অধিকার রাখি, তবে আলোচনার মর্যাদা ও স্থিতি বজায় রাখতে আপাতত নতুন কোনো সামরিক অভিযান চালানো থেকে বাহিনীকে বিরত থাকতে বলা হয়েছে।

এক প্রাদেশিক হাসপাতালের কর্মকর্তা জানান, সর্বশেষ হামলায় দুই শিশুসহ ১০ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১২ জন আহত হয়েছেন।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, নিহতদের মধ্যে স্থানীয় টুর্নামেন্টে অংশ নেওয়া তিন ক্রিকেটারও ছিলেন। বোর্ডটি আগামী মাসের পাকিস্তানসহ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।

পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা জানান, তাদের বাহিনী নির্ভুল বিমান হামলা চালিয়েছে, লক্ষ্য ছিল হাফিজ গুল বাহাদুর গ্রুপ, যা টিটিপি-সংশ্লিষ্ট বলে পাকিস্তানের দাবি।

দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের মূল কারণ নিরাপত্তা ইস্যু। পাকিস্তান অভিযোগ করছে, আফগানিস্তান টিটিপি-র নেতৃত্বাধীন সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে - তবে কাবুল এ অভিযোগ অস্বীকার করেছে।

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির বলেন, আফগান মাটি ব্যবহার করে পাকিস্তানে সন্ত্রাসী হামলা চালানো উদ্বেগজনক।

প্রতিরক্ষামন্ত্রী আসিফ আরও একধাপ এগিয়ে বলেন, কাবুল এখন ভারতের প্রতিনিধি হয়ে পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

জবাবে আফগান উপ-গৃহমন্ত্রী মোল্লা মোহাম্মদ নবি ওমারি বলেন, আমরাই টিটিপি-কে এখানে আনিনি, তাদের সমর্থনও দিইনি, আর তারা আমাদের সময়েও আসেনি।

টিজে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
আ.লীগ-বিএনপি-জামায়াতকে কৃতকর্মের দায় নিতে হবে : আনু মুহাম্মদ Oct 18, 2025
img
হযরত শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু Oct 18, 2025
img
থালা-বাটি হাতে এবার ‘ভূখা মিছিল’ করবেন শিক্ষকরা Oct 18, 2025
সেনা হেফাজতে তোফায়েল মোস্তফা সরোয়ার: পরিচিতদের ভিন্ন বক্তব্য Oct 18, 2025
img
বিএনপি সরকার গঠন করলে হাসপাতালে শয্যা ও চিকিৎসকের সংখ্যা বাড়ানো হবে : তারেক রহমান Oct 18, 2025
img
জর্ডানে ব্যর্থ অ-১৬, ব্যাখ্যা নেই কোচের Oct 18, 2025
img
ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে মিরাজের মন্তব্য Oct 18, 2025
img
শাহজালাল বিমানবন্দরের ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি Oct 18, 2025
img
ঢাকার ৪ হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে : স্বাস্থ্য অধিদপ্তর Oct 18, 2025
সাংবাদিকদের ওপর মেজাজ হারালেন বিএনপি মহাসচিব! Oct 18, 2025
img
শত টন পণ্য পুড়ে ছাই হওয়ার আশঙ্কা শাহজালাল বিমানবন্দরে Oct 18, 2025
img
বিমানবন্দরের অগ্নিকাণ্ড কি দুর্ঘটনা নাকি নাশকতা, এ ব্যাপারে আমরা উদ্বিগ্ন : ডা. শফিকুর রহমান Oct 18, 2025
img
এনসিপি হয়তো নির্বাচনে অংশ নেবে না : মোস্তফা ফিরোজ Oct 18, 2025
বাবর আজমের টি-টোয়েন্টি কমব্যাক নিশ্চিত! Oct 18, 2025
বাংলাদেশ ক্রিকেট মানেই সাকিবকে বুঝি Oct 18, 2025
তিন খানের গল্পে রিয়াদে মঞ্চজুড়ে হাসি, স্মৃতি আর বন্ধুত্ব Oct 18, 2025
গসিপ ও ট্রল উপেক্ষা করে নিজের পথে ইধিকা Oct 18, 2025
মান্নাত ছেড়ে ভাড়া বাড়িতে শাহরুখ খান Oct 18, 2025
অগ্নিকাণ্ডের শুরুটা কেমন দেখছিলেন আনসার ও ট্রাফিক সহায়তাকরীরা? Oct 18, 2025
রাকসু নির্বাচন শেষে কর্তৃপক্ষের উদাসীনতায় শিবিরের ক্যাম্পাস পরিষ্কার উদ্যোগ Oct 18, 2025