শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর যুক্তিতর্ক আজ

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে আজ যুক্তিতর্ক উপস্থাপন করবেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।

সোমবার (২০ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ যুক্তিতর্ক উপস্থাপন করবেন তিনি।
গত ১৬ অক্টোবর টানা পাঁচদিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে প্রসিকিউশন। ওই দিন হাসিনা-কামালের চরম দণ্ড (মৃত্যুদণ্ড) চেয়ে ট্রাইব্যুনালে আবেদন জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। একইসঙ্গে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের শাস্তির বিষয়ে আদালতের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেন তিনি।

টানা পাঁচদিনের যুক্তিতর্কে একাত্তর পরবর্তী আওয়ামী লীগের ইতিহাসসহ ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত শেখ হাসিনার সরকারের শাসনামলের চিত্র তুলে ধরেন তিনি। গুম-খুন, হত্যাযজ্ঞের বর্ণনাও দেন তিনি। এছাড়া এ মামলায় গুরুত্বের পরিপ্রেক্ষিতে বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করেন। প্রসিকিউশনের যুক্তিতর্ক শেষে আসামিপক্ষের জন্য আজকের দিন ঠিক করেন ট্রাইব্যুনাল।

ওই দিন যুক্তিতর্কের জন্য মোট এক সপ্তাহ সময় চান আমির হোসেন। তবে আদালত তাকে তিনদিন সময় দেন। এরই ধারাবাহিকতায় আজ নিজের মক্কেলদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করবেন তিনি।

গত ৮ অক্টোবর মামলার মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীরকে তৃতীয় দিনের মতো জেরা শেষ করেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। এরপর যুক্তিতর্কের জন্য দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল-১। এ মামলায় মোট ২৮ কার্যদিবসে ৫৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরার কার্যক্রম সম্পন্ন হয়।

গত ১০ জুলাই শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এ মামলায় তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগ মোট আট হাজার ৭৪৭ পৃষ্ঠার। এর মধ্যে তথ্যসূত্র দুই হাজার ১৮ পৃষ্ঠার, জব্দতালিকা ও দালিলিক প্রমাণাদি চার হাজার পাঁচ পৃষ্ঠার ও শহীদদের তালিকার বিবরণ দুই হাজার ৭২৪ পৃষ্ঠার। সাক্ষী করা হয়েছে ৮১ জনকে। গত ১২ মে চিফ প্রসিকিউটরের কাছে এ মামলার প্রতিবেদন জমা দেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কর্মকর্তারা।

এদিকে, আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৬ আসামির বিরুদ্ধে ১৩তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে। এ মামলায় এখন পর্যন্ত মোট সাক্ষ্য দিয়েছেন ১৬ জন সাক্ষী।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
চোট কাটিয়ে আবারও দলে ফিরেছেন কেন উইলিয়ামসন Oct 20, 2025
img
বিশ্বকাপ জিততে না পারলেও উত্তরসূরিদের পারফরম্যান্স নিয়ে খুশি মেসি Oct 20, 2025
img
হাজী সেলিম ও তার ছেলের ৪ দিনের রিমান্ড মঞ্জুর Oct 20, 2025
img
৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন আবেদন Oct 20, 2025
img
এএফসি ম্যাচে খেলতে ভারতে আসছেন না রোনালদো! Oct 20, 2025
img
মিরসরাইয়ে ২ চোরাকারবারি আটক Oct 20, 2025
img
চাঁদপুরে আগুনে পুড়ল ৭ ব্যবসা প্রতিষ্ঠান Oct 20, 2025
img
সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির সতর্কতামূলক নির্দেশনা Oct 20, 2025
img
এনসিপি শাপলা পেলে ইসি নির্বাচন করার যোগ্যতা হারাবে : মাসুদ কামাল Oct 20, 2025
img
আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক শুরু Oct 20, 2025
img
টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত Oct 20, 2025
img
প্রোটিয়াদের দ্বিতীয়বার হোয়াইটওয়াশের লক্ষ্য পাকিস্তানের Oct 20, 2025
img
ট্রাম্পের বিমানের কাছে ‘স্নাইপার নেস্ট’-এর সন্ধান, তৎপর গোয়েন্দারা Oct 20, 2025
img
ফের প্রধানমন্ত্রী পদে নির্বাচন করার ঘোষণা নেতানিয়াহুর Oct 20, 2025
img

ভারতকে কড়াবার্তা ট্রাম্পের

রাশিয়ার তেল কেনা বন্ধ করো, না হলে ভারতীয় পণ্যে ব্যাপক শুল্ক আরোপ হবে Oct 20, 2025
img
গাজা পুনর্গঠনে প্রয়োজন ৫০ বিলিয়ন ডলার Oct 20, 2025
img
খেলাপি ঋণ অবলোপন বিধিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা Oct 20, 2025
img
বর্ষা মাহিরের প্রেমের বলি জবি ছাত্রদল নেতা জোবায়েদ Oct 20, 2025
img
কোলেস্টেরল ও রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে কমলালেবুর রস Oct 20, 2025
img
জামায়াতের কথার সঙ্গে কাজের মিল নেই : রুমিন ফারহানা Oct 20, 2025