দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রদ্রিগো পাজ। তিনি দেশটির মধ্য-ডানপন্থী ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টির (পিডিসি) পক্ষ থেকে নির্বাচন করেছেন। প্রেসিডেন্ট হিসেবে পাজ দায়িত্ব গ্রহণ করবেন আগামী ৮ নভেম্বর।
এর মাধ্যমে দেশটিতে বামপন্থী মুভমেন্ট ফর সোশ্যালিজম দলের ২০ বছরের শাসনের অবসান ঘটলো। দেশটির সুপ্রিম ইলেক্টোরাল ট্রাইব্যুনাল জানিয়েছে, ৯৭ শতাংশ ভোট গণনায়, পাজ ৫৪.৫ শতাংশ ভোট পেয়েছেন। যা ডানপন্থী সাবেক অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জর্জ টুটো কুইরোগারের ৪৫.৪ শতাংশ ভোটের চেয়ে এগিয়ে।
রবিবার প্রায় আট মিলিয়ন ভোটার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন।
আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, ৫৮ বছর বয়সী এই সিনেটরের জয় দেশটির জন্য ঐতিহাসিক পরিবর্তনের ইঙ্গিত। ২০০৬ সাল থেকে বলিভিয়ার সমাজতন্ত্রের আন্দোলন বা এমএএস দ্বারা শাসিত এই দলটি একসময় দেশটির সংখ্যাগরিষ্ঠ আদিবাসীদের কাছ থেকে বিপুল সমর্থন পেয়েছিল।
নতুন প্রেসিডেন্ট পাজের ব্যক্তিগত জীবনও বেশ বৈচিত্র্যময়। তার বাবাও দেশটির প্রেসিডেন্ট ছিলেন। তবে বাবা জায়মে জামোরার বামপন্থি রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী।
রদ্রিগো পাজ যুক্তরাষ্ট্রে অর্থনীতিতে পড়াশোনা করেছেন। দেশে ডানপন্থি রাজনীতিতে জড়িয়ে প্রথমে সিটি কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।
পরবর্তী সময়ে তারিজা শহরের মেয়র ও ২০২০ সালে সিনেটর নির্বাচিত হন পাজ। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর কর ও শুল্ক হ্রাস এবং জাতীয় সরকারকে বিকেন্দ্রিকরণ করা হবে বলে জানিয়েছেন। প্রতিশ্রুতি দিয়েছেন ‘সবার জন্য পুঁজিবাদ’ পদ্ধতির।
এমআর/টিকে