ময়মনসিংহে ডেঙ্গুতে প্রাণ গেল যুবকের, হাসপাতালে ভর্তি আরও ৭০

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১ মাসে হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে ৩ জন রোগীর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭০ জন রোগী। এ পরিসংখ্যানে প্রায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এতে হাসপাতালে রোগীদের চাপ বাড়ছে। কিন্তু ডেঙ্গু প্রতিরোধে স্থানীয়ভাবে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না বলে অভিযোগ রোগীদের।

মৃত ওই যুবকের নাম ইমরান। তিনি সদর উপজেলার পশ্চিম দাপুনিয়া এলাকার বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে।  

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ৭০ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে পুরুষ ৪১ জন, নারী রোগী ২১ জন এবং শিশু রয়েছে আরও ৮ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ জন। তবে একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৬ জন রোগী। 

সোমবার (২০ অক্টোবর) দুপুরে মমেক হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকাল পার্সন ও জুনিয়র কনসালটেন্ট ডা. মো. মোস্তফা ফয়সাল রাহাত দেশের একটি গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রতিদিন নতুন রোগী ভর্তি হচ্ছে ডেঙ্গু ওয়ার্ডে। এতে আক্রান্তদের বেশিরভাগই স্থানীয় বাসিন্দা। বিষয়টি নগরবাসীর জন্য অশনি সংকেত। এজন্য মশক নিধন কার্যক্রমে সিটি করপোরেশন কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করেছেন এই চিকিৎসক।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মমেক হাসপাতালে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। এই পরিস্থিতি সামাল দিতে বর্তমানে ডেঙ্গু ওয়ার্ডের ২৪টি বেডে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। কিন্তু এই ২৪টি ওয়ার্ডের বিপরীতে বর্তমানে চিকিৎসা নিচ্ছে ৭০ জন রোগী।
 
রোগীদের অভিযোগ, হাসপাতালে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সরজ্ঞাম থাকলেও শয্যা সংখ্যার সংকট প্রবল। এ কারণে চিকিৎসা নিতে কষ্ট হচ্ছে রোগীদের। সেই সঙ্গে সেবা প্রদানকারী জনবলেও রয়েছে ঘাটতি। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।  

ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি নগরীর বাউন্ডারী রোড এলাকার বাসিন্দা মো. জামান মিয়া বলেন, ডেঙ্গু মশা নিধনে সিটি করপোরেশনের কোনো উদ্যোগ নেই।

ফলে প্রতিদিনই মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। বর্তমানের আমিসহ আমার এলাকায় প্রায় ৩০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। আমি বহুতল ভবনের ৬ তলায় বাসায় থাকি, তারপরও আমার ডেঙ্গু ধরা পড়ে ৩ দিন ধরে হাসপাতালে আছি।  

নগরীর কেওয়াটখালী এলাকার আব্দুল মতিন বলেন, হঠাৎ করে শরীরে জ্বর আসে। পরে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা-নিরীক্ষার পর জানতে পারি আমার ডেঙ্গু হয়েছে।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনুদ্দিন খান বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিশ্চিতের জন্য হাসপাতালের প্রশাসনিক ভবনের ৪ তলায় ডেডিকেটেড ওয়ার্ড চালুর পাশাপাশি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। রোগীদের সার্বক্ষণিক ফলোআপে রাখা হয়েছে। এক্ষেত্রে যাদের শরীরে টানা কয়েকদিন জ্বর, সর্দি এবং ঠান্ডার সমস্যা, তারা দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

অন্যদিকে এডিস মশা নিয়ন্ত্রণে ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডে সম্প্রতি চালু করা হয়েছে ক্রাশ প্রোগ্রাম। কিন্তু নামমাত্র এই প্রোগ্রামের কোনো ফল পাচ্ছে না নগরবাসী। এ ধরনের কার্যক্রমকে সংশ্লিষ্ট প্রশাসনের দায়সারা কাজ বলেও মনে করছেন ভুক্তভোগীরা।

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এইচ কে দেবনাথ বলেন, মশক নিধনে আমাদের নিয়মিত কার্যক্রম চলমান রয়েছে।

মমেক হাসপাতালের উপ-পরিচালক জাকিউল ইসলাম বলেন, ডেঙ্গু রোগী বেড়ে যাওয়ায় হাসপাতালে ডেডিকেটেড ওয়ার্ড চালু করা হয়েছে।

এছাড়া অক্সিজেন, স্টেরয়েড, ওষুধসহ সব ধরনের লজিস্টিক সাপোর্ট রাখা হয়েছে। আমরা রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে চেষ্টা করছি।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
দক্ষিণ আফ্রিকার ৪ ক্যাচ ছাড়ার দিনে ভালো অবস্থায় পাকিস্তান Oct 20, 2025
img
জবি ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা, আটক ৩ Oct 20, 2025
img
জুলাই শহিদ পরিবারের সন্তানদের বিনা খরচে পড়ার সুযোগ দেবে সরকার Oct 20, 2025
img
শেখ হাসিনা বিহীন দেশ ভালো চলছে না, দেখাতেই নাশকতা ঘটতে পারে: রিজভী Oct 20, 2025
img
দুর্নীতির কারণে উন্নত দেশের পর্যায়ে যেতে পারছি না : জাকসু জিএস Oct 20, 2025
img
ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সরকারের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা Oct 20, 2025
img
দেবের ২০ বছর উদযাপনে রুক্মিণীর অনুপস্থিতি জাগালো বিচ্ছেদের গুঞ্জন Oct 20, 2025
img
ট্রাম্পকে স্বপ্ন দেখা চালিয়ে যেতে বললেন খামেনি Oct 20, 2025
img
বিএনপি কোনো দরকষাকষি বা পিআর পদ্ধতিতে যেতে চায় না: মির্জা ফখরুল Oct 20, 2025
img
টেস্টেও রিশাদকে দেখছেন মুশতাক আহমেদ Oct 20, 2025
img
বিএনপি ও জামায়াত কেউই এককভাবে নেতৃত্ব দিতে পারবে না: সারজিস আলম Oct 20, 2025
img
কিংবদন্তি নুসরাত ফতেহ আলী খানের স্মরণে ঢাকায় ‘শাম-ই-নুসরাত’ Oct 20, 2025
উইকেট যেমনই হোক, আমাদের মেনে নিতে হবে: ক্যারিবীয় ক্রিকেটার খারি পিয়েরে Oct 20, 2025
দেশ নিয়ে মেঘনা আলমের বিস্ফোরক মন্তব্য! Oct 20, 2025
বিচার, পিপিসহ পিবিআই প্রধান বনোজ কুমারের বিচারের দাবি সালমান শাহ্ মায়ে Oct 20, 2025
img
বিমানবন্দরে ২০০ কোটি টাকার ওষুধের কাঁচামাল পুড়েছে : ওষুধশিল্প সমিতি Oct 20, 2025
তালাকের পর হিরো আলমের মেসেঞ্জারে মেয়েদের ভিড় Oct 20, 2025
শিক্ষকদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করলেন গণঅধিকার পরিষদ Oct 20, 2025
বাঁশির সুরে ৪০ বছরের জীবন! দারিদ্র্য ছিল যার নিত্যসঙ্গী! Oct 20, 2025
নোয়াখালীর ঘটনায় রাজধানীতে শিবিরের বিক্ষোভ মিছিল Oct 20, 2025