বিএনপির সঙ্গে রাজনৈতিক বোঝাপড়া এনসিপির জন্য সঙ্গতিপূর্ণ : জাহেদ উর রহমান

জামায়াতে ইসলামীর বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসকে ‘রাজনৈতিক বোমা’ হিসেবে অভিহিত করেছেন রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান। তিনি মনে করেন, নাহিদ ইসলামের বক্তব্য সময়োপযোগী ও সঠিক।

তিনি বলেন, জামায়াত মূলত নিজেদের নির্বাচনী সুবিধা আদায়ের জন্য চাপ সৃষ্টি করছে। তাদের এই অবস্থান দীর্ঘমেয়াদে রাজনৈতিক বিভ্রান্তি সৃষ্টি করছে।

এনসিপির পক্ষে জামায়াতের সঙ্গে সরাসরি কোনো রাজনৈতিক ঐক্যে যাওয়া ভবিষ্যতে অকল্যাণকর হতে পারত। সেক্ষেত্রে, জামায়াতের তুলনায় বিএনপির সঙ্গে রাজনৈতিক বোঝাপড়া এনসিপির জন্য তুলনামূলক নিরাপদ ও নীতিগতভাবে সঙ্গতিপূর্ণ।

নিজের ইউটিউব চ্যানেল জাহেদস টেইক-এ এসে এ বিষয়ে তিনি কথা বলেন। তিনি বলেন, এনসিপির এই সিদ্ধান্ত দেরিতে এলেও তা দলটির ভবিষ্যতের জন্য মঙ্গলজনক হবে।

এনসিপি যদি সত্যিই বিএনপির বিকল্প হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চায়, তাহলে এটি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ।

জাহেদ উর রহমান উল্লেখ করেন, গতকাল রবিবার (১৯ অক্টোবর) দেওয়া নাহিদ ইসলামের স্ট্যাটাসটি ছিল ইংরেজিতে। এতে জামায়াতে ইসলামীর সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও কার্যক্রমকে সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা বলে উল্লেখ করা হয়। জামায়াতে ইসলামী জুলাই অভ্যুত্থানের আগে ও পরে কখনোই সংস্কার আন্দোলনে যুক্ত হয়নি বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম।

পোস্টে নাহিদ আরো বলেন, জামায়াত কখনোই সংস্কার আন্দোলনে কার্যকরভাবে যুক্ত হয়নি, কোনো সাংবিধানিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেনি এমনকি গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতিও তাদের কোনো স্পষ্ট অঙ্গীকার নেই। তিনি আরো দাবি করেন, ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়ায় হঠাৎ যুক্ত হয়ে জামায়াত মূলত একটি রাজনৈতিক নাশকতা চালিয়েছে, যা একটি বৃহত্তর প্রতারণার অংশ। স্ট্যাটাসে আরো বলা হয়, আল্লাহ ও বাংলাদেশের জনগণ কখনোই নৈতিকভাবে দেউলিয়া, অসৎ এবং সুযোগসন্ধানী কোনো শক্তিকে ক্ষমতায় আসার সুযোগ দেবে না।

এই বক্তব্যে জামায়াতের প্রতিক্রিয়া এসেছে দ্রুতই। একটি বিবৃতিতে তারা জানিয়েছে নাহিদ ইসলামের মন্তব্য ‘অস্পষ্ট ও বিভ্রান্তিকর’।

দলটি দাবি করে, প্রস্তাবিত পিআর ব্যবস্থা প্রসঙ্গে জামায়াতের অবস্থান সুস্পষ্ট এবং গণতন্ত্রের প্রতি প্রতিশ্রুতিশীল। বিবৃতিতে আরো বলা হয়, জাতি এই ধরনের বালখিল্য মন্তব্য প্রত্যাশা করে না।

জাহেদ উর রহমান বলেন, নাহিদ ইসলামের স্ট্যাটাস বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় তৈরি করেছে, যার প্রভাব আগামী রাজনীতিতে স্পষ্ট হয়ে উঠবে।

এনসিপির উচিত হবে জামায়াতের মতো দল থেকে দূরে থাকা। জামায়াত একটি শরিয়া-ভিত্তিক রাষ্ট্রের স্বপ্ন দেখালেও বাংলাদেশের সাধারণ জনগণ এতটা কট্টর অবস্থান সমর্থন করে না।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বাদ দেওয়া হলো ফেরদৌসকে Oct 20, 2025
img
ইউক্রেনকে তার ভূখণ্ডের কিছু অংশ ছেড়ে দিতেই হবে : ট্রাম্প Oct 20, 2025
img
গত মৌসুমে বার্সেলোনার লোকসান ২৪২ কোটি টাকা Oct 20, 2025
img
জামায়াত ও আ. লীগ মুদ্রার এপিঠ-ওপিঠ: সামান্তা শারমিন Oct 20, 2025
img

ভারতের সঙ্গে ১০ চুক্তি

প্রকল্প বাতিল দাবি আসিফ মাহমুদের, মন্তব্য করতে চান না পররাষ্ট্র উপদেষ্টা Oct 20, 2025
img
৪০ শতাংশ ভোটে সরকার হলে বাকি ৬০ শতাংশের মূল্য কোথায়: চরমোনাই পীর Oct 20, 2025
img
ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের ‘দরজা খোলা’ রাখছে ইইউ Oct 20, 2025
img
নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ভাইসহ ঢাকায় গ্রেপ্তার Oct 20, 2025
সারা দেশের মানুষ এখন দাঁড়িপাল্লায় ভোট দিতে প্রস্তুত : গোলাম পরওয়ার Oct 20, 2025
ভিক্টোরিয়া কলেজে সংঘর্ষ: আগ্নেয়াস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৮ জন গ্রেপ্তার Oct 20, 2025
img
৫১ ধাপ এগিয়ে থাকা থাইল্যান্ডের বিপক্ষে জয়ের লক্ষ্য ঋতুপর্ণাদের Oct 20, 2025
img
কিংসের জয়ের ম্যাচেই কিউবার অভিষেক Oct 20, 2025
img
সাবেক ২ সেনা কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা Oct 20, 2025
img
শিক্ষকদের আন্দোলনে শিক্ষার্থীদের অনুপস্থিতি নিয়ে হতাশ নুর Oct 20, 2025
img

অধ্যাপক মুজিবুর রহমান

অতীতের আওয়ামী পদ্ধতির নির্বাচন জনগণ আর মেনে নেবে না Oct 20, 2025
img
‘বুলেট আশিকানা' তে নজর কাড়ল আদাহ-শ্রেয়াস জুটি Oct 20, 2025
img
অঢেল সম্পদের খোঁজ, আ. লীগ নেতা ও সাবেক মেয়রের বিরুদ্ধে দুদকের মামলা Oct 20, 2025
img
মিরপুরের উইকেট নিয়ে ক্যারিবিয়ান অলরাউন্ডারের মন্তব্য Oct 20, 2025
img
চাইলে অনেক কিছুই পুরো বদলে দিতে পারেন আরিয়ান খান: লক্ষ্য Oct 20, 2025
img
দীপাবলীতে খুদে হাতে ঘর সাজাচ্ছে শুভশ্রী কন্যা Oct 20, 2025