চলতি বছর বলিউড অভিনেতা সাইফ আলি খানের পুত্র ইব্রাহিম আলি খানের অভিনয় জগতে অভিষেক হয় ‘নাদানিয়া’ ছবির হাত ধরে। কিন্তু প্রথম ছবিতেই প্রবল সমালোচনার শিকার হন এই নবাগত অভিনেতা। রক্ষা পায়নি ছবিটিও এবার সেই ছবির ব্যর্থতা ও সমালোচনার বিষয়ে মুখ খুললেন ইব্রাহিম।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন যে তার অভিনীত প্রথম ছবি ‘নাদানিয়া’ ‘সত্যিই খারাপ ছবি’ ছিল। কিন্তু একই সঙ্গে তিনি সমালোচকদের প্রতি এক বিশেষ বার্তাও দিয়েছেন, যা উঠে এসেছে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে।
বলিউডে 'নেপোটিজম' বিতর্ক পুরোনো। তারকা সন্তানদের ছবি ফ্লপ হলে অনেক ক্ষেত্রেই যেন সমালোচনার মাত্রা কয়েক গুণ বেড়ে যায়। ইব্রাহিমের ক্ষেত্রেও এমনটাই ঘটেছে বলে মনে করছেন অনেকে। 'নাদানিয়া' ছবিতে তার অভিনয়, অভিব্যক্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা ও ট্রলিংয়ের শিকার হতে হয়েছিল তাকে।
নিজের প্রথম ছবি নিয়ে ইব্রাহিম বলেন, ‘কিছুদিন আগেও সকলে আমার অভিনয় জগতে অভিষেকের অপেক্ষায় ছিলেন। কিন্তু, ‘নাদানিয়া’ মুক্তির পর সেই উত্তেজনা একেবারে তলানিতে ঠেকল। অনবরত ট্রল করা হলো আমাকে। ‘ওর দ্বারা সম্ভব নয়’, এই কথাটি বারবার শুনতে শুনতে খুব কষ্ট হতো। আমি সবার সামনে স্বীকার করতে চাই যে সিনেমাটা সত্যিই খারাপ ছিল।’
তার কথায়, ‘ ‘আরে, চলো ওকে ট্রোল করি’ এটা যেন একটা নিয়ম হয়ে উঠেছিল। কিছু মানুষ তো অন্য কেউ ট্রোল করছে বলে তাতে যোগ দিয়েছিলেন, কিন্তু নিজেরা হয়তো সিনেমাটাই দেখেননি। এটা অপ্রত্যাশিত।’
ইব্রাহিম আরও বলেন, ‘ভবিষ্যতে আমি যদি ব্লকবাস্টার ছবি উপহার দিই, তাহলেও একই পরিমাণ উন্মাদনা চাই আমি।’ শৌনা গৌতম পরিচালিত ‘নাদানিয়া’ ছবিতে ইব্রাহিমের বিপরীতে দেখা গিয়েছিল খুশি কাপুরকে। ছবিটি প্রযোজনা করেন করণ জোহর। ইব্রাহিম আলি খানকে এরপর কাজল ও পৃথ্বীরাজ সুকুমারন-এর সঙ্গে ‘সরজমিন’ ছবিতে দেখা গিয়েছে।
এসএস/এসএন