নিজেকে আধ্যাত্মিক বলে জাহির করেন। দেখান, শাড়ি ছাড়া অন্য কোনও পোশাক পরেন না। বাস্তবে ঠিক তার উল্টো তানিয়া মিত্তল। দাবি করলেন ‘বিগ বস্’-এর ঘরে সদ্য আসা প্রতিযোগী মালতী চাহর।
এ বছরের ‘বিগ বস্’-এর অন্যতম চর্চিত প্রতিযোগী তানিয়া। তাঁর বিলাসবহুল জীবনযাপনের গল্পে অবাক ঘরের অন্য প্রতিযোগী থেকে শুরু করে নেটাগরিক। যদিও শোনা যাচ্ছে, তিনি নাকি দৃষ্টি আকর্ষণ করার জন্যই এ সব বলেন। এমনকি নিজের পোশাকআশাক নিয়েও মানুষের মধ্যে নাকি ভ্রান্ত ধারণা তৈরি করেছেন। মালতী ‘বিগ বস্’-এর ঘরের অন্য প্রতিযোগীদের প্রশ্ন করেন, “তানিয়ার পোশাক দেখে কী মনে হয়, ও কেমন মানুষ?” এই শুনে অভিষেক বাজাজ নামে এক প্রতিযোগী বলেন, “ও তো সব সময় শাড়িই পরে। দেখে তো মনে হয় খুবই সুশীল ও সংস্কারি।”
সঙ্গে সঙ্গে মালতী জানান, এ ভাবেই মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা তৈরি করছেন তান্যা। মালতীর দাবি, শুধু পোশাক নয়, যে কোনও বিষয়েই নিজে যা নয়, সেটাই দেখাচ্ছেন আধ্যাত্মিক বিষয় নিয়ে কথা বলা নেটপ্রভাবী। মালতী বলেন, “তানিয়া সতী-সাবিত্রী সাজার চেষ্টা করে। সবাই ওর এই দিকটাই দেখেছে। ও আসলে একেবারে অন্য রকম। ও মিনি স্কার্ট পরেও ভিডিয়ো করেছে। প্রকাশ্যে সায়া-ব্লাউজ় পরেও ভিডিয়ো করেছে। সেখানে খোলা পিঠ দেখা যায়। এই জন্যই ওকে নিয়ে হাসাহাসি হচ্ছে। তার কারণ, ও বলে এক জিনিস, আর করে অন্য কিছু। ও আসলে বড় খেলোয়াড়।”
মালতীর এই মন্তব্য শুনে ঘরের অন্য প্রতিযোগীরা আঁতকে ওঠেন। ঘরের কেউ মাথা গরম করলে তাঁদের কাছে গিয়ে আধ্যাত্মিক গল্প শোনান তানিয়া। আবার কখনও নিজের সম্পত্তি নিয়ে নানা কথা শোনান। এই ভাবমূর্তি নাকি পুরোটাই নকল। নেটপ্রভাবী দাবি করেছেন, তিনি কোটি কোটি টাকার মালকিন। তাঁর ১৫০ জন দেহরক্ষী রয়েছে এবং ৮০০ জন পরিচারক রয়েছে। এখানেই শেষ নয়, তানিয়া জানান, তিনি খাওয়াদাওয়ার ব্যাপারেও খুব খুঁতখুতে। তাঁর দাবি, বিশেষ ধরনের চা-পাতা কিনতে তিনি নাকি দিল্লি যান। সেই চা-পাতা পাওয়া যায় তাজমহলের ঠিক পিছনের বাগানে। সেই বাগানে বসেই নাকি বিশেষ ধরনের চা বা কফি পান করেন তিনি।
এসএন