সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডগুলো নাশকতা কি না, তা তদন্তের আগে বলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২০ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগুনের ব্যাপারে গতকাল একটা মিটিং হয়েছে। অনেকগুলো কমিটি করে দেয়া হয়েছে। তারা ইনভেস্টিগেশন করছে। প্রতিবেদন দিলে আমরা জানতে পারব কী কারণে অগ্নিকাণ্ড হয়েছে।’
শাহজালাল বিমানবন্দরসহ সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলো নাশকতা কি না–এমন প্রশ্নে তিনি বলেন, তদন্তের আগে বলা সম্ভব নয়।
মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘বিমানবন্দরে ই-পাসপোর্ট ব্যবহারকারীদের জন্য দু-চার দিনের মধ্যে ই-গেট খুলে দেয়া হবে। আর ডিসেম্বরের মধ্যে বিদেশের ই-পাসপোর্টগুলা আমরা করে দেব।’
জাতীয় নির্বাচন পরিচালনায় পুলিশের সক্ষমতা নিয়ে কোনো সংশয় নেই বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রসঙ্গত, শনিবার (১৮ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস, সেনা, নৌ ও বিমানবাহিনী এবং বিজিবির সাড়ে সাত ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় ১২ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)। সোমবার (২০ অক্টোবর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন সংস্থাটির সভাপতি মোহাম্মদ হাতেম।
ইউটি/টিএ