বলিউডের 'হিরো নাম্বার ওয়ান' খ্যাত অভিনেতা গোবিন্দ এবং তার স্ত্রী সুনীতা আহুজার বিবাহবিচ্ছেদের গুঞ্জন নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। গত কয়েক মাস ধরেই তাদের ৩৭ বছরের দাম্পত্যে চিড় ধরার খবর শোনা যাচ্ছিল।
কিন্তু প্রতিবারই জল্পনা উড়িয়ে দিয়ে এই দম্পতি দাবি করেছেন, তাদের সম্পর্ক একেবারে অটুট। সম্প্রতি গোবিন্দ তো বলেই দিয়েছেন, তাদের আলদা করার ক্ষমতা স্বয়ং ঈশ্বরেরও নেই।
এবার সেই সুরেই কথা বললেন স্ত্রী সুনীতা আহুজা। মন্দিরে পূজা দেওয়ার পর উচ্ছ্বসিত সুনীতা ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘অনেক দিন ধরে ইচ্ছে ছিল এই মন্দিরে আসার। খুব ভালোভাবে পূজা দিলাম। আর আমি দেবীর ফুলের মালা ও সবুজ চুড়ি পেয়েছি। এটাই সংকেত আমার সিঁথির সিঁদুর মা অক্ষত রাখবেন। আর কেউ আমাদের আলাদা করতে পারবে না।’
তবে মুখে সম্পর্কের দৃঢ়তার কথা বললেও মাঝেমধ্যেই স্বামীর অস্থিরতা নিয়ে উদ্বেগ আর আক্ষেপ যেন চেপে রাখতে পারেন না সুনীতা। সম্প্রতি গোবিন্দ নিজেই স্ত্রীকে 'শিশু' আখ্যা দিয়ে ক্ষমা করার কথা জানিয়েছিলেন।
স্ত্রীর এই চঞ্চল মতি সম্পর্কে অবশ্য অবগত গোবিন্দ। তিনি বলেন, ‘তার মন পরিষ্কার। তবে এমন কিছু কথা বলে ফেলে, যেগুলো বলা উচিত নয়।’ এদিকে, বিবাহবিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই গোবিন্দ স্ত্রীকে বিশাল সোনার হার উপহার দিয়ে ফের আলোচনায় আসেন।
অন্যদিকে, সুনীতার সাম্প্রতিক ভ্লগিং শুরু করাকে কেউ কেউ তার নতুন উপার্জনের পথ তৈরি করার চেষ্টা হিসেবে দেখছেন। সব মিলিয়ে, বিচ্ছেদ-গুঞ্জন আর ভালোবাসার প্রতিশ্রুতি এই দুইয়ের দোলাচলে আপাতত খবরের শিরোনামে গোবিন্দ-সুনীতা দম্পতি।
আইকে/ টিএ