এই দেশ যেমন কারো বাপের নয়, তেমনি কোনো পরিবারেরও নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।
সোমবার (২০ অক্টোবর) রাজধানীতে বিক্ষোভ মিছিল-পূর্ব অনুষ্ঠানে বক্তৃতা করছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।
সোমবার (২০ অক্টোবর) প্রশাসনে দলীয়করণের প্রতিবাদে এবং সর্বস্তরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব এক বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
রফিকুল ইসলাম অভিযোগ করেন, জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যেই একটি দল গণভোট ও নির্বাচন একই দিনে করার অপচেষ্টা চালাচ্ছে।
তিনি বলেন, নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে এবং সেই গণভোটের ফলাফলের ভিত্তিতে ‘জুলাই সনদের’ আলোকে সংসদ নির্বাচন দিতে হবে। তিনি প্রশাসনকে সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করার আহ্বান জানান।
প্রশাসনের দলীয়করণের তীব্র প্রতিবাদ জানিয়ে জামায়াতের এই নেতা কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ‘প্রশাসনের কেউ যদি কোনো নির্দিষ্ট দলের সঙ্গে আপস করেন তবে ভবিষ্যতে পালানোর জায়গা পাবেন না।’ তিনি আরও বলেন, ‘প্রশাসনের কারো দলবাজি করার ইচ্ছা থাকলে অফিস বাদ দিয়ে রাস্তায় নামুন।’
আগামী জাতীয় নির্বাচনে দেশের মানুষ জামায়াতের পক্ষে ভোটবিপ্লব ঘটাবে বলে আশা প্রকাশ করেন রফিকুল ইসলাম খান। তিনি বলেন, ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুর মতো নীরব ভোটবিপ্লব করবে দেশের মানুষ।
তিনি বলেন, বিগত দিনে জনগণ যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাস্তায় নেমেছে, তেমনি নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধেও ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।
একই অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুর ইসলাম মাসুদ স্পষ্ট জানিয়ে দেন, ‘গণভোট ছাড়া জাতীয় নির্বাচন হতে দেয়া হবে না।’
এমকে/এসএন