জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি মহল পরিস্থিতি ঘোলাটে করতে হাতবোমা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে বগুড়া জেলা পরিষদের অডিটরিয়ামে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ছিল দাবি করে সারজিস বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে নাশকতার অংশ হিসেবে এই হামলা হয়েছে।
এর আগে বিকেল ৩টার দিকে বগুড়ায় সারজিস সালমের উপস্থিতিতে এনসিপির জেলা সমন্বয় সভা চলাকালে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। সোমবার বিকেলে জেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। তবে এ সময় এনসিপির কোনো নেতাকর্মী বা জেলা পরিষদ চত্বরে থাকা কেউ আহত হননি৷ ঘটনাস্থল থেকে পুলিশ অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করেছে৷ এনসিপির নেতাকর্মীরা জানান, বিকেলে সমন্বয় সভায় সারজিস আলম যোগদানের পরপরই দুইটি ককটেলের বিস্ফোরণ ঘটে। বিকট শব্দ শুনে সভাকক্ষ থেকে বেরিয়ে দেখেন ধোঁয়ায় আচ্ছন্ন প্রাঙ্গণ। এ সময় আরও একটি ককটেল অবিস্ফোরিত দেখতে পান তারা।
তাদের অভিযোগ আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতিতে এরকম ঘটনা ঘটেছে। তারপর আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়লেও সভা সংক্ষিপ্ত করে ঘটনাস্থল ত্যাগ করেন সারজিস আলম।
সারজিস আলম সভাস্থল ত্যাগ করার পরপরই এনসিপির একটি বিক্ষোভ মিছিল বের হয়। এই ঘটনায় উত্তেজনা বিরাজ করছে বগুড়া শহরজুড়ে। পুলিশ জানায়, এই ঘটনার সাথে যারা জড়িত তাদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে।
সভা শেষে সারজিস আলম দলীয় নেতাকর্মীদের নিয়ে পঞ্চগড়ের উদ্দেশ্যে চলে যান। বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।