ফরিদপুর-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এ কে আজাদকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) বিকেল ৫টায় ফরিদপুর মহানগর বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফা মিরাজ, সাবেক সদর উপজেলার ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাহরিয়ার শিথিল ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত হাসান।
এ সময় বক্তারা অবিলম্বে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এ কে আজাদের গ্রেপ্তার দাবি জানান।
প্রশাসনকে হুঁশিয়ারি করে বক্তারা বলেন, বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
ইউটি/টিএ