মালয়েশিয়ার সঙ্গে হালাল বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশ

মালয়েশিয়াকে ঢাকার সঙ্গে হালাল বাণিজ্য ও ব্যবসায়িক সহযোগিতা বাড়াতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার ঐতিহাসিক মালাক্কা রাজ্যে মেলাকা ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার (এমআইটিসি)-এ গত ১৬ থেকে ১৯ অক্টোবর অনুষ্ঠিত ‘মালাক্কা ইন্টারন্যাশনাল হালাল ফেস্টিভ্যাল ২০২৫’-এ দ্বিতীয়বারের মতো অংশ নেয় বাংলাদেশ।
 
সোমবার (২০ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে হালাল বাণিজ্য অংশীদারিত্ব আরও গভীর করার আগ্রহ জানান।
 
হাইকমিশনার মালাক্কার মুখ্যমন্ত্রী ওয়াইএবি দাতুক সেরি উতামা আব রউফ বিন ইউসুহের সহযোগিতা চান এবং আগামীতে আরও বেশি বাংলাদেশি প্রতিষ্ঠান এ মেলায় অংশ নেবে বলে আশা প্রকাশ করেন। হাইকমিশনার বাংলাদেশের প্যাভিলিয়ন পরিদর্শন করা অতিথিদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ মালয়েশিয়ার সঙ্গে হালাল বাণিজ্য বাড়াতে এবং আসিয়ান অঞ্চলে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণে আগ্রহী।
 
এ সময় হাইকমিশনার বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য তুলে ধরেন। এর মধ্যে রয়েছে- তৈরি পোশাক, পাট ও চামড়াজাত পণ্য, সিরামিক, ওষুধ, প্লাস্টিক, খাদ্য ও পানীয়। মালয়েশিয়া ও আসিয়ান বাজারে এসব জিনিসের ভালো সম্ভাবনা রয়েছে। মালাক্কার মুখ্যমন্ত্রী মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে তিনি ও অন্য অতিথিবৃন্দ বাংলাদেশের স্টল পরিদর্শন করেন। হাইকমিশনের সহায়তায় ‘প্রাণ’ কোম্পানি এতে অংশ নেয় এবং তাদের বিভিন্ন ধরনের খাদ্য ও পানীয় পণ্যসামগ্রী প্রদর্শন করে।
 
পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রীকে বাংলাদেশের বিভিন্ন পণ্যসামগ্রী উপহার দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ, ‘প্রাণ’-এর সাউথ ডিভিশন (মালাক্কা ও জোহরবারু) প্রধান তাওসিফ কবির, আঞ্চলিক ব্যবস্থাপক (মালাক্কা ও নেগেরি সেম্বিলান) মোহাম্মদ পারভেজ, মার্কেটিং এক্সিকিউটিভ তারেকুর রহমান আকাশসহ আরও অনেকে।
 
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্যের চাহিদা ক্রমেই বাড়ছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুরসহ বিভিন্ন প্রদেশে বাণিজ্য মেলায় অংশগ্রহণ করে নানা প্রচার কার্যক্রমের মাধ্যমে পণ্যের বাজার সম্প্রসারণে সক্রিয়ভাবে কাজ করছে।
 
এই মেলায় অংশগ্রহণের মাধ্যমে রাজধানী কুয়ালালামপুরের পাশাপাশি মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ প্রদেশগুলোতে বাংলাদেশি পণ্যের বাজার তৈরি করা সম্ভব হবে। হাইকমিশন ২০২৫ সালে এখন পর্যন্ত চারটি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিয়েছে, যার মাধ্যমে আসিয়ান অঞ্চলে বাংলাদেশের পণ্য ও সেবার পরিচিতি বাড়ছে।
 
বাংলাদেশ হাইকমিশনের বুথে রপ্তানিযোগ্য পণ্যের পাশাপাশি ডিসেম্বর মাসে ঢাকায় অনুষ্ঠেয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫’-এর তথ্য, রপ্তানি, বিনিয়োগ ও পর্যটনবিষয়ক প্রকাশনা এবং তথ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রতিদিনই বিপুলসংখ্যক ব্যবসায়ী, পরিবেশক ও দর্শনার্থী বাংলাদেশের বুথ পরিদর্শন করেন এবং পণ্যের প্রতি আগ্রহ দেখান। মেলার শেষ দিনে সফল অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে আয়োজনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ হাইকমিশনকে সনদ ও সম্মাননা স্মারক প্রদান করে।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয় Oct 20, 2025
img
শাপলা প্রতীক নিয়ে আবারও পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে ইসি Oct 20, 2025
img
রাজনীতিতে আবারও ‘মাইনাস’ -কঠিন সময় এনসিপির : জিল্লুর রহমান Oct 20, 2025
img
এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনে সংহতি জানাবে এনসিপি Oct 20, 2025
img
বর্ষীয়ান রাজনীতিবিদ হামিদুল হক মোহন আর নেই Oct 20, 2025
img
মাদাগাস্কারে সেনা অভ্যুত্থানের পর নতুন প্রধানমন্ত্রী নিয়োগ Oct 20, 2025
img
ওয়ানডে সিরিজের মাঝেই ঢাকা থেকে ইংল্যান্ডে যাচ্ছেন শামার জোসেফ Oct 20, 2025
img
এবার চিরতরে চলে গেলেন বলিউডের প্রখ্যাত অভিনেতা Oct 20, 2025
img
এ কে আজাদ যে আওয়ামী লীগ নেতা সেটা সর্বজনস্বীকৃত : নায়াব ইউসুফ Oct 20, 2025
img
আনুষ্ঠানিকভাবে ক্রিকেটকে বিদায় জানালেন ভারতীয় অলরাউন্ডার Oct 20, 2025
img
ওএসডি থাকা ৯ সচিবকে বাধ্যতামূলক অবসর Oct 20, 2025
img
ফিল্মি পরিবারে জন্ম, তবুও সাফল্যের মুখ দেখেনি প্রনূতন Oct 20, 2025
img
ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত জামায়াত : মোবারক হোসাইন Oct 20, 2025
img
বাদ দেওয়া হলো ফেরদৌসকে Oct 20, 2025
img
ইউক্রেনকে তার ভূখণ্ডের কিছু অংশ ছেড়ে দিতেই হবে : ট্রাম্প Oct 20, 2025
img
গত মৌসুমে বার্সেলোনার লোকসান ২৪২ কোটি টাকা Oct 20, 2025
img
জামায়াত ও আ. লীগ মুদ্রার এপিঠ-ওপিঠ: সামান্তা শারমিন Oct 20, 2025
img

ভারতের সঙ্গে ১০ চুক্তি

প্রকল্প বাতিল দাবি আসিফ মাহমুদের, মন্তব্য করতে চান না পররাষ্ট্র উপদেষ্টা Oct 20, 2025
img
৪০ শতাংশ ভোটে সরকার হলে বাকি ৬০ শতাংশের মূল্য কোথায়: চরমোনাই পীর Oct 20, 2025
img
ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের ‘দরজা খোলা’ রাখছে ইইউ Oct 20, 2025