মালয়েশিয়ার সঙ্গে হালাল বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশ

মালয়েশিয়াকে ঢাকার সঙ্গে হালাল বাণিজ্য ও ব্যবসায়িক সহযোগিতা বাড়াতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার ঐতিহাসিক মালাক্কা রাজ্যে মেলাকা ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার (এমআইটিসি)-এ গত ১৬ থেকে ১৯ অক্টোবর অনুষ্ঠিত ‘মালাক্কা ইন্টারন্যাশনাল হালাল ফেস্টিভ্যাল ২০২৫’-এ দ্বিতীয়বারের মতো অংশ নেয় বাংলাদেশ।
 
সোমবার (২০ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে হালাল বাণিজ্য অংশীদারিত্ব আরও গভীর করার আগ্রহ জানান।
 
হাইকমিশনার মালাক্কার মুখ্যমন্ত্রী ওয়াইএবি দাতুক সেরি উতামা আব রউফ বিন ইউসুহের সহযোগিতা চান এবং আগামীতে আরও বেশি বাংলাদেশি প্রতিষ্ঠান এ মেলায় অংশ নেবে বলে আশা প্রকাশ করেন। হাইকমিশনার বাংলাদেশের প্যাভিলিয়ন পরিদর্শন করা অতিথিদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ মালয়েশিয়ার সঙ্গে হালাল বাণিজ্য বাড়াতে এবং আসিয়ান অঞ্চলে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণে আগ্রহী।
 
এ সময় হাইকমিশনার বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য তুলে ধরেন। এর মধ্যে রয়েছে- তৈরি পোশাক, পাট ও চামড়াজাত পণ্য, সিরামিক, ওষুধ, প্লাস্টিক, খাদ্য ও পানীয়। মালয়েশিয়া ও আসিয়ান বাজারে এসব জিনিসের ভালো সম্ভাবনা রয়েছে। মালাক্কার মুখ্যমন্ত্রী মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে তিনি ও অন্য অতিথিবৃন্দ বাংলাদেশের স্টল পরিদর্শন করেন। হাইকমিশনের সহায়তায় ‘প্রাণ’ কোম্পানি এতে অংশ নেয় এবং তাদের বিভিন্ন ধরনের খাদ্য ও পানীয় পণ্যসামগ্রী প্রদর্শন করে।
 
পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রীকে বাংলাদেশের বিভিন্ন পণ্যসামগ্রী উপহার দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ, ‘প্রাণ’-এর সাউথ ডিভিশন (মালাক্কা ও জোহরবারু) প্রধান তাওসিফ কবির, আঞ্চলিক ব্যবস্থাপক (মালাক্কা ও নেগেরি সেম্বিলান) মোহাম্মদ পারভেজ, মার্কেটিং এক্সিকিউটিভ তারেকুর রহমান আকাশসহ আরও অনেকে।
 
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্যের চাহিদা ক্রমেই বাড়ছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুরসহ বিভিন্ন প্রদেশে বাণিজ্য মেলায় অংশগ্রহণ করে নানা প্রচার কার্যক্রমের মাধ্যমে পণ্যের বাজার সম্প্রসারণে সক্রিয়ভাবে কাজ করছে।
 
এই মেলায় অংশগ্রহণের মাধ্যমে রাজধানী কুয়ালালামপুরের পাশাপাশি মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ প্রদেশগুলোতে বাংলাদেশি পণ্যের বাজার তৈরি করা সম্ভব হবে। হাইকমিশন ২০২৫ সালে এখন পর্যন্ত চারটি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিয়েছে, যার মাধ্যমে আসিয়ান অঞ্চলে বাংলাদেশের পণ্য ও সেবার পরিচিতি বাড়ছে।
 
বাংলাদেশ হাইকমিশনের বুথে রপ্তানিযোগ্য পণ্যের পাশাপাশি ডিসেম্বর মাসে ঢাকায় অনুষ্ঠেয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫’-এর তথ্য, রপ্তানি, বিনিয়োগ ও পর্যটনবিষয়ক প্রকাশনা এবং তথ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রতিদিনই বিপুলসংখ্যক ব্যবসায়ী, পরিবেশক ও দর্শনার্থী বাংলাদেশের বুথ পরিদর্শন করেন এবং পণ্যের প্রতি আগ্রহ দেখান। মেলার শেষ দিনে সফল অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে আয়োজনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ হাইকমিশনকে সনদ ও সম্মাননা স্মারক প্রদান করে।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ক্যান্সারের কাছে হার মানলেন অভিনেতা ‘বাক রজার্স’ Dec 17, 2025
img
এমন কিছু ঘটবে যা সারাদেশ কাঁপাবে, বান্ধবীকে হাদির হামলাকারী ফয়সাল Dec 17, 2025
img
চেয়ারে কেউ একবার বসলে সে আর ছাড়তে চায় না: ধর্ম উপদেষ্টা Dec 17, 2025
img
বিতর্কিত অঙ্গভঙ্গির ছবি শেয়ার করে মুকুট হারালেন মিস ফিনল্যান্ড Dec 17, 2025
img
আওয়ামী সন্ত্রাসীদের দেখামাত্র গ্রেপ্তার, না হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা Dec 17, 2025
img
ভারতের হাইকমিশনারকে কঠিন হুসিয়ারী দিলেন হাসনাত আবদুল্লাহ Dec 17, 2025
img
নির্বাচন নিয়ে ভারতের নসিহত অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা Dec 17, 2025
img
রোমাঞ্চ নিয়ে ফের পর্দায় ‘ফলআউট’ Dec 17, 2025
img
সমালোচনার পর শাড়িতে ধরা দিলেন স্বস্তিকা! Dec 17, 2025
img
বড়দিন উপলক্ষে কুকিজ তৈরিতে ব্যস্ত রিদ্ধিমা ও ধীর Dec 17, 2025
img
বড়দিন ও থার্টিফার্স্ট নাইটে বাড়তি সতর্কতা, বিশেষ নিরাপত্তায় পুলিশ Dec 17, 2025
img
বইমেলা শুরু হচ্ছে ২০ ফেব্রুয়ারি থেকে Dec 17, 2025
img

নৌ অবরোধ আরোপের ঘোষণা ট্রাম্পের

ভেনেজুয়েলাকে চারদিক থেকে ঘিরে ফেলল যুক্তরাষ্ট্র Dec 17, 2025
img
বাড্ডায় ‘লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা Dec 17, 2025
img
কস্টিউম ডিজাইনার্স গিল্ডের ‘স্পটলাইট অ্যাওয়ার্ড’ পাচ্ছেন কেট হাডসন Dec 17, 2025
img
হাসনাতের নির্বাচনী প্রচারণা থেকে সন্দেহভাজন ২ ব্যক্তি আটক, জিজ্ঞাসাবাদ Dec 17, 2025
img
নিজের স্ত্রীকে যুবকের সঙ্গে হাতেনাতে ধরে কান্নায় ভেঙে পড়লেন স্বামী Dec 17, 2025
img
হত্যার হুমকি নিয়ে মুখ খুললেন চমক Dec 17, 2025
img
মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন গ্রেপ্তার Dec 17, 2025
যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষেধাজ্ঞায় যুক্ত হলো ফিলিস্তিনসহ সাত দেশ Dec 17, 2025