চিকিৎসক ও রাজনৈতিক বিশ্লেষক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ বলেছেন, ‘বিভিন্ন দলের সরকারের বিরুদ্ধে যে অভিযোগ, সব অভিযোগ যে অমূলক তা না। এই সরকারের ব্যর্থতা বেশি। একটা গণ-অভ্যুত্থান পরবর্তী সরকারের কাজের যে গতি এবং দক্ষতা প্রদর্শন করার দরকার ছিল-তাদের গতি, দক্ষতা কিংবা কার্যপদ্ধতি কোনোটাই সাধারণ মানুষকে তো দূরের কথা, যারা পর্যবেক্ষণ করে তাদেরকে পর্যন্ত আশ্বস্ত করতে পারেনি।’
তিনি বলেন, ‘প্রতিটা সেক্টর ধরে ধরে দেখবেন তারা এই এক বছর তিন মাস সময়ে এমন কোনো পদক্ষেপ নেয়নি যেটা দেশকে এগিয়ে নিতে খুব যুগান্তকারী একটা উদাহরণ হিসেবে থেকে যেতে পারে।’
সম্প্রতি এক টেলিভিশনের টক শোতে সায়ন্থ এসব কথা বলেন।
সাখাওয়াত হোসেন বলেন, ‘আমাদের সবাইকে দৃষ্টি নিবন্ধ করে রাখতে বাধ্য করেছে ওই এক কমিশনের প্রতি। যেখানে সব দলকে ডেকে নিয়ে তারা আলোচনা করবে, সেটা লাইভ টেলিকাস্ট করবে, ফেসবুকে দেখানো হবে। আমরা প্রতিদিন টক শোতে আলোচনা করব, সমস্ত লোক শুধু সংস্কার-আলোচনা, ৮৪টা দাবিতে একমত হয়েছে, কতটা একমত হয়নি, এগুলো নিয়ে আলোচনা করে দিন পার করে গেছি গত এক বছর তিন-চার মাস।’
সাখাওয়াত আরো বলেন, ‘বিভিন্ন ইস্যু ধরে ধরে এরা কাজ করতে পারত। সেটার জন্য ওইখানে গিয়ে খাওয়া-দাওয়া করে আর পিকনিক মুডে আলোচনার দরকারই ছিল না। সেই কাজগুলোতে তারা হাত দেয়নি। ফলে এই সরকারের সমালোচনার অনেক জায়গা আছে।
কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো এদের ওপর চাপ প্রয়োগ করার জন্য প্রত্যেকেই একেকটা ইস্যু নিয়ে এদের প্রেসারে রাখে। মনে করে যে আমি প্রেসারে না রাখলে উনি আমাকে দাম না দিয়ে যদি আরেকজনের পক্ষে বেশি কাজ করে এইটা একটা ইস্যু।’
টিজে/টিকে