গলফের জীবন্ত কিংবদন্তি ররি ম্যাকলরয়কে দেখেই গলফ খেলা শিখতে শুরু করেন শেখ মোহাম্মদ সামির হোসেন। জুনিয়র লেবেলে অগণিত ট্রফি জিতে এখন অ্যামেচার গলফার। সামির হোসেনের চিপিং, পাটিং, সুইং অনেকটাই ম্যাকলরয়ের মতো। স্বপ্ন দেখেন একদিন ইউরোপীয়ান ট্যুর জিতবেন, পিজিএ ট্যুরের মতো গলফের সেরা আসরের শিরোপা। বাংলাদেশের সম্ভাবনাময় এই অ্যামেচার গলফার ৩য় এশিয়ান ইয়ুথ গেমসে অংশগ্রহণ করতে যাচ্ছেন বাহরাইন। লক্ষ্য স্বর্ণপদক জয় করা।
বাহারাইনে ইয়ুথ এশিয়া গেমসের শেফ দ্য মিশন ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবীর সংবাদ সম্মেলনে কয়েকটি ডিসিপ্লিনে পদক জয়ের সম্ভাবনার কথা জানিয়েছিলেন। তার মধ্যে গলফ একটি। গলফার সামির হোসেন চান তার সেরাটা দিয়ে দেশকে পদক উপহার দিতে।
সংবাদমাধ্যমকে সামির বলেন, বলেন, 'আশা 'ত করছি, ইয়ুথ গেমসে আমার অনেক ভালো অভিজ্ঞতা হবে। জানি, সেখানে কঠিন লড়াই হবে। বিশ্বের সেরা অ্যামেচার গলফাররা আসবেন। বড় হতে হলে তো সেরাদের সঙ্গেই লড়াই করতে হবে। আমার বিশ্বাস এবারের গেমসে আমি ভালো কিছু করছি। টার্গেট একটাই বাংলাদেশের জন্য স্বর্ণপদক জয় করা।'
ইয়ুথ গেমসের গত দুই মাস থেকে কঠোর অনুশীলন করেছেন সামির। 'সকাল ৬টায় এই কুর্মিটোলা গলফ আসি। সকাল ৬টায় বাসায় যাই রাত ৮টায়। আমার ধ্যান-জ্ঞান ইয়ুথ গেমস।'
গলফার ররি ম্যাকলরয় সম্পর্কে সামির বলেন, 'ররির সব শটই আমার ভালো লাগে। বিশেষ করে তার সুইং অসাধারণ। তবে সবচেয়ে ভালো লাগে, মানুষ হিসেবে ররি অসাধারণ। সব মিলেই ররির প্রতি আমি মুগ্ধ।'
কুর্মিটোলা গলফ ক্লাবের এই অ্যামেচার গলফার সামির নিজেকে উন্নত করতে গলফের ভিডিও দেখেন। অনেকের খেলা দেখেই শেখার চেষ্টা করেন। 'ইউটিউব আমার কাছে বড় শিক্ষক। সেখান থেকেই আমি গলফের অনেক কিছু শিখেছি।' বাহরাইনে অনুষ্ঠিত ৩য় এশিয়ান ইয়ুথ এশিয়ান গেমসে সামির ছাড়াও অংশ নিচ্ছেন অ্যামেচার গলফার মাহমাদুল ইসলাম সৌরভ।
টিজে/টিকে