চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আজ মঙ্গলবার (২১ অক্টোবর) ঘরের মাঠে বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিটে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসের মুখোমুখি হবে বার্সেলোনা। এ ছাড়া বাংলাদেশ সময় রাত ১টায় পিএসজি, আর্সেনালের মতো বড় দলগুলোও মাঠে নামছে।
লন্ডনের এমির্যাটস স্টেডিয়ামে আতলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে মিকেল আর্তেতার আর্সেনাল।
এ ছাড়া জার্মানির বে এরেনায় পিএসজির বিপক্ষে লড়বে স্বাগতিক বায়ার লেভারকুসেন।
নিউক্যাসেলের মাঠে ক্লাবটির বিপেক্ষ মাঠে নামবে পর্তুগিজ ক্লাব বেনফিকা। অপরদিকে পিএসভির ঘরের মাঠে নামবে ইতালিয়ান জায়ান্ট নাপোলি।
এদিকে স্পেনের ক্লাব ভিয়ারিয়ালের মাঠে খেলতে নামবে পেপ গার্দিওয়ালার ম্যানচেস্টার সিটি।
সবগুলো ম্যাচ টিভিতে দেখা যাবে সনি স্পোর্টস নেটওয়ার্কে।
এ ছাড়া মোবাইলে দর্শকরা সনি লিভ অ্যাপে ম্যাচগুলো দেখতে পাবেন।
ইএ/টিকে