গত ডিসেম্বরের ঘটনা। মঞ্চে গান গাইতে উঠেছিলেন ইমন চক্রবর্তী। গানের মধ্যেই চিৎকার করে এক যুবক বলে উঠলেন, ‘হিন্দি গানা গাইয়ে, নাচেঙ্গে’। তা নিয়ে হয়েছিল বিতর্ক। বছর ঘুরতে না ঘুরতে আর এক বিতর্ক। শ্যামাপুজোয় কেন ‘জিন্স’ পরে গান করেছেন ইমন? প্রশ্ন শুনে চুপ থাকলেন না গায়িকা। কী উত্তর দিলেন তিনি?
মা কালীর ছবি ভাগ করে নিয়ে নিজের মনের কথা বলেছেন গায়িকা। এই বিতর্কে যে তিনি অত্যন্ত বিরক্ত হয়েছেন, তা গায়িকার লেখায় স্পষ্ট। এই বিতর্ক যে তাঁর মনে খুব একটা প্রভাব ফেলতে পারবে না, সে কথাই বলেছেন তিনি। ইমন লেখেন, “গতকাল থেকে আমার জিন্স পরে শ্যামাসঙ্গীত গাওয়া নিয়ে অনেক কিছু দেখছি। এত দিন অনেক কিছু দেখে এসেছি, অনেক কথা শুনেছি। কিন্তু নিজের উপর বিশ্বাস হারাইনি।”
পোশাক নিয়ে মাঝেমাঝেই দর্শকের নেতিবাচক মন্তব্য শুনতে হয় শিল্পীদের। মহিলাশিল্পী হলে আরও বেশি আক্রমণের শিকার হতে হয় সমাজমাধ্যমে। ইমন লেখেন, “শিল্পীদের যা ইচ্ছে তাই বলা যায়। আর শিল্পী মহিলা হলে তো কোনও কথাই নেই, আরও বেশি করে ‘বডি শেমিং’ করা যায়। করুন, যা ইচ্ছে করুন। তবে, একটা জিনিস জানবেন, জবাব দিতে হবে। আপনাকে, আমাকে জবাব কিন্তু দিতেই হবে।”
ইমনই প্রথম নন। এর আগে স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে সোহিনী সরকার—অনেকেই প্রকাশ্যে কটু মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। অনেকে সমাজমাধ্যমে বিরক্তিও প্রকাশ করেছেন। কিন্তু শিল্পীদের একাংশের মতে দর্শকের মন্তব্য যত এড়িয়ে চলা যায়, ততই ভাল। তবেই শান্তিতে থাকা যাবে।
এসএন