বাংলাদেশের ফুটবলে ব্যস্ত সময় চলছে। নারী ফুটবল দল এশিয়া কাপের প্রস্তুতির জন্য থাইল্যান্ডে ব্যাংককে পৌঁছেছে। একই দিন এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্ব খেলতে বসুন্ধরা কিংস কুয়েতের উদ্দেশ্যে দেশ ছেড়েছে।
এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের ম্যাচ শুরু হতে যাচ্ছে আগামী শনিবার। চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা কিংস পড়েছে ‘বি’ গ্রুপে। স্বাগতিক কুয়েতের ক্লাব আল কুয়েত ছাড়া বাকি দুই দল ওমানের আল সিব ও লেবাননের আল আনসার এফসি। ২৫ অক্টোবর বসুন্ধরা কিংসের প্রথম ম্যাচে প্রতিপক্ষ আল সিব। ২৮ অক্টোবর বসুন্ধরা কিংস নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে আল আনসারের বিপক্ষে। আর ৩১ অক্টোবর শেষ ম্যাচটিতে তাদের প্রতিপক্ষ স্বাগতিক আল কুয়েত।
প্রিলিমিনারি স্টেজে সিরিয়ান ক্লাব আল কারামাহ এফসিকে ১-০ গোলে হারিয়ে মুল পর্বে জায়গা করে নেয় বসুন্ধরা কিংস। গত বছর কিংস মুল পর্বে খেলেছিল ভুটানে। রোমানিয়ান কোচ ভ্যালরি তিতে প্রথম রাউন্ডের গন্ডি পার করতে পারেননি।
বাংলাদেশ নারী ফুটবল দল ২৪ ও ২৭ অক্টোবর থাইল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে। আগামীকাল ব্যাংককে অনুশীলন শুরু করবেন ঋতুপর্ণারা।
আরপি/এসএন