আগামী নভেম্বরে পাকিস্তান এবং শ্রীলঙ্কার সঙ্গে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ় খেলার কথা ছিল আফগানিস্তানের। কিন্তু গত শনিবার পাকতিকা প্রদেশে পাক হামলায় তিন ক্রিকেটারের মৃত্যুর প্রতিবাদে নাম প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আফগান ক্রিকেট কর্তাদের দাবি, তাদের সিদ্ধান্তে কোনও ভুল নেই।
পাকতিকা প্রদেশে ক্ষেপনাস্ত্র হামলা পাকিস্তানেরই। এসিবির দাবি, তাদের কাছে নির্দিষ্ট তথ্যপ্রমাণ রয়েছে।
এসিবির মুখপাত্র সৈয়দ নাসিম সাদাত বলেছেন, ‘‘আমরা সব দেশের ক্রিকেট বোর্ডের কাছে এই বর্বরোচিত আক্রমণের নিন্দা করার আহ্বান জানিয়েছি। কারণ ক্রিকেট খেলা আমাদের শান্তির বার্তা দেয়। ক্রিকেটারেরা শান্তির দূত। তাদের যুদ্ধের থেকে দূরে রাখা উচিত। যুদ্ধের প্রভাব খেলাধুলোর উপর পড়া উচিত নয়। তাই আমরা সব ক্রিকেট বোর্ডকে এমন বর্বরোচিত হামলার প্রতিবাদ জানাতে আহ্বান করেছি। ক্রিকেটকে যুদ্ধের থেকে দূরে রাখার আর্জিও জানিয়েছি।’’
সাদাত আরও বলেছেন, ‘‘আমাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। আমাদের মিডিয়া কর্মীরা যে ভিডিয়ো রিপোর্ট তৈরি করেছেন, আশা করি ক্রিকেট জগতের সকলে তা দেখেছেন। সারা বিশ্বের মানুষও দেখেছেন। হামলা যে পাকিস্তানই চালিয়েছে, তার যথেষ্ট প্রমাণ আছে আমাদের কাছে। স্বাভাবিক ভাবেই এমন হামলার পর এসিবি কর্তারা পাকিস্তান আয়োজিত আসন্ন ত্রিদেশীয় সিরিজ় না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আমাদের জাতীয় দলের খেলোয়াড়েরাও। কেউ কোনও আপত্তি করেননি। সিনিয়র ক্রিকেটারেরা সকলে সমর্থন করেছেন। তারা নিহত ক্রিকেটারদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। এই কঠিন সময়ে নিহতদের পরিবারের পাশে রয়েছেন।’’
তিন তরুণ ক্রিকেটার কবীর আঘা, হারুন এবং শিবঘাতুল্লার মৃত্যু পাকিস্তান-আফগানিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জটিল করে তুলেছে।
প্রতিবাদে এক্স অ্যাকাউন্টের বায়ো থেকে পাকিস্তান সুপার লিগের দল লাহোর কলন্দর্সের নাম মুছে দিয়েছেন আফগানিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক রশিদ খান।
এমআর