গত কয়েক মাসে কুয়েতের বাজারে স্বর্ণের দাম হুহু করে বাড়ছে। কয়েক মাসের ব্যবধানে কুয়েতের বাজারে স্বর্ণের প্রতি গ্রামের দাম বেড়েছে ১০ দিনারেরও বেশি।
কুয়েতে বর্তমানে ২২ ক্যারেটের ১ গ্রাম স্বর্ণের দাম ৩৯ দিনারের বেশি। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ হাজার টাকা।
চলতি বছরের জুলাই মাসে কুয়েতে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রামের সর্বোচ্চ দাম ছিল ২৯ দিনার। আগস্টে ৩১ দিনার, সেপ্টেম্বরে ৩৪ দিনার এবং অক্টোবর মাসে তা বেড়ে ৩৯ দিনারে দাঁড়ায়। গত বছরের শেষের দিকে এই দাম ছিল ২৫ দিনার। যা বাংলাদেশি মুদ্রায় দশ হাজার টাকা। কয়েক মাসের ব্যবধানে ভরিতে স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৭০ হাজার টাকা। যা এ যাবৎকালের সর্বোচ্চ।
কুয়েতে স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিনিয়ত পরিবর্তিত হতে থাকে। দেশটির প্রতিটি স্বর্ণের দোকানে সরকারের নির্ধারিত অনলাইন মূল্য তালিকা প্রদর্শিত করা বাধ্যতামূলক। যা প্রতি তিন মিনিট পরপর হালনাগাদ হয়। এক সময় দাম পয়সায় ওঠানামা করলেও এখন তা পৌঁছেছে দিনারে।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপর নাগাদ কুয়েতে শুধু মাত্র ২৪ ক্যারেট স্বর্ণের ভরির দাম ছিল বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৯৯ হাজার টাকা। একই সময় ২২ ক্যারেট স্বর্ণের ভরি ১ লাখ ৮৩ হাজার টাকা। ২১ ক্যারেট স্বর্ণের ভরি ১ লাখ ৭৫ হাজার টাকা। এর সঙ্গে যোগ হবে কারুশিল্পের মজুরি। কুয়েতে স্বর্ণ ক্রয়ে দিতে হয় না কোনো কর বা ট্যাক্স।
পিএ/এসএন