ক্রিকেট সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে সুপার ওভারে হারের পর এর কারণ ব্যাখ্যা করেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার মতে, শেষ বলে উইকেটরক্ষক নুরুল হাসান সোহান ক্যাচটি ধরতে পারলে অথবা সুপার ওভারে ব্যাটসম্যানরা একটি বাউন্ডারি হাঁকাতে পারলে ম্যাচটি বাংলাদেশের জেতা সম্ভব ছিল।
নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো সুপার ওভার খেলার অভিজ্ঞতা হলো বাংলাদেশের, যেখানে ওয়েস্ট ইন্ডিজের কাছে তারা ১ রানের ব্যবধানে পরাজিত হয়।
মিরাজ মনে করেন, ইনিংসের শেষ বলে সোহান ক্যাচটি নিতে পারলে খেলা সুপার ওভার পর্যন্ত গড়াতো না।
ইনিংসের শেষ ওভারে মোস্তাফিজুর রহমানের দুই ওভার বাকি থাকা সত্ত্বেও কেন পার্ট টাইম বোলার সাইফ হাসানকে বল করতে দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
১৪ বলে ৩৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে দু-শো রান পার করে দেওয়া রিশাদ হোসেনকে সুপার ওভারে ব্যাটিংয়ে না নামানো নিয়েও টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত প্রশ্নের মুখে পড়েছে।
ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, আমাদের জন্য এটা নতুন অভিজ্ঞতা। এই প্রথম সুপার ওভার খেললাম। মোস্তাফিজ সুপার ওভারে ভালো বল করেছে। জিতলে ভালো লাগত।
রিশাদ হোসেনের প্রশংসা করে তিনি বলেন, এই উইকেটে ব্যাট করা সহজ নয়। রিশাদ অনেক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে। সে দুর্দান্ত ফর্মে রয়েছে, দারুণ খেলেছে। আমরা বাকি ব্যাটাররা সংগ্রাম করছিলাম, রান আসছিল না; কিন্তু সে আত্মবিশ্বাস নিয়ে ব্যাট করেছে।
শেষ ওভারে সাইফ হাসানের হাতে বল তুলে দেওয়ার বিষয়ে মিরাজ ব্যাখ্যা করেন, আমাদের হাতে অপশন ছিল না। বিশ্বাস ছিল সাইফ শেষ ওভারে কিছু করতে পারবে, উইকেট টার্নিং ছিল, লো স্কিড ছিল।
তিনি আফসোস করে আরও বলেন, অনেক সুযোগ পেয়েছি আমরা, কাজে লাগাতে পারিনি। ক্যাচটা ধরলে গ্রেট ক্যাচ হতো, ম্যাচ জিতে যেতাম। সুপার ওভারে ১১ রান লাগত, একটা বাউন্ডারি হলেই জিতে যেতাম।
ইএ/এসএন