চোটে জর্জরিত বার্সেলোনার দলে অলিম্পিয়াকোসের বিপক্ষে নায়ক হয়ে উঠলেন ফেরমিন লোপেজ। চ্যাম্পিয়নস লিগের তৃতীয় ম্যাচডেতে তিনি করলেন দুর্দান্ত এক হ্যাটট্রিক, ছাপিয়ে গেলেন লামিন ইয়ামালকেও। এই হ্যাটট্রিক বার্সেলোনার ইতিহাসে লিখে দিয়েছে নতুন অধ্যায়। চ্যাম্পিয়ন্স লিগের ৬৯ বছরের ইতিহাসে এই প্রথম কোনো ম্যাচে বার্সেলোনার হয়ে হ্যাটট্রিক পেলেন কোনো স্প্যানিশ ফুটবলার।
রাফিনিয়া আর রবার্ট লেভানদোভস্কি ইনজুরিতে বাইরে থাকায় কোচ হানসি ফ্লিক আস্থা রেখেছিলেন লোপেজ ও ১৭ বছর বয়সী দ্রো ফের্নান্দেজের ওপর। লামিন ইয়ামাল ও মার্কাস র্যাশফোর্ডের সঙ্গে তারা নামেন আক্রমণভাগে। ঝুঁকি নিয়ে নেওয়া সেই সিদ্ধান্ত দারুণ ফল দেয়। লোপেজের হ্যাটট্রিকেই অলিম্পিক স্টেডিয়ামে অলিম্পিয়াকোসকে ৬-১ ব্যবধানে উড়িয়ে দেয় বার্সেলোনা।
এই হ্যাটট্রিকের মধ্য দিয়ে লোপেজ ইতিহাস গড়েছেন। চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার জার্সিতে প্রথম কোনো স্প্যানিশ খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করলেন তিনি। এর আগে লুইস এনরিকে একবার ইউরোপীয় ম্যাচে তিন গোল করেছিলেন, তবে সেটি ছিল ইউরোপা লিগে (তৎকালীন ইউইএফএ কাপ)। তাই লোপেজের এই অর্জন একেবারেই আলাদা জায়গায়।
বার্সেলোনার হয়ে এই আসরে খেলেছেন স্প্যানিশ লুইস সুয়ারেজ, ডেভিড ভিয়ার মতো ফরোয়ার্ড, জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তার মতো খেলোয়াড়রা, কিন্তু চ্যাম্পিয়নস লিগে কেউই কখনো হ্যাটট্রিক করতে পারেননি। যা গত রাতে করলেন ফেরমিন।
ম্যাচের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে লোপেজ বলেন, ‘বার্সার হয়ে আমার প্রথম হ্যাটট্রিক, এটা একেবারে স্বপ্নপূরণের মতো। এখন আরও পরিশ্রম করতে হবে। সতীর্থদের ধন্যবাদ জানাই, কারণ বলটিতে তাদেরও অবদান আছে, এটা তাদের জন্যও।’
এদিকে ইয়ামাল এখনও বার্সার হয়ে প্রথম হ্যাটট্রিকের অপেক্ষায় আছেন। ১৮ বছর বয়সী এই প্রতিভা ইতিমধ্যেই ব্যালন ডি’অর শর্টলিস্টে জায়গা পেয়েছেন, কিন্তু এখনো এক ম্যাচে তিন গোলের দেখা পাননি। ক্লাবের হয়ে ১১৩ ম্যাচে তার গোল ২৮টি, অ্যাসিস্ট ৪০টি। দু’বার তিনি এক ম্যাচে দুই গোল করেছিলেন—২০২৪ সালের ফেব্রুয়ারিতে গ্রানাদার বিপক্ষে ও সেপ্টেম্বরে জিরোনার বিপক্ষে। কিন্তু তিন গোলের রাত এখনো তার আসেনি।
টিজে/এসএন