ফের বাবা হলেন সংগীতশিল্পী আরফিন রুমি। আজ বুধবার (২২ অক্টোবর) সকাল ৭টা ২৬ মিনিটে তার স্ত্রী কামরুন নেসা এক পুত্র সন্তানের জন্ম দেন। এমনটা নিজেই জানিয়েছেন গায়ক।
এক ফেসবুক স্ট্যাটাসে আরিফিন রুমি লিখেন, সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমাদের ঘরে পুত্র সন্তান এসেছে।
ছেলের নাম কিয়ান আরফিন আরহান।
এর আগে ২০১২ সালে নিউইয়র্ক প্রবাসী কামরুন নেসাকে বিয়ে করেন আরফিন রুমি। তারও আগে ২০০৮ সালে ভালোবেসে গায়িকা লামিয়া ইসলাম অনন্যার সঙ্গে ঘর বাঁধেন গায়ক। সেই সংসারে রুমির এক পুত্র সন্তান রয়েছে।
প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ের ঘটনায় বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল আরফিন রুমিকে। প্রথম স্ত্রীর মামলায় গ্রেপ্তারও হয়েছিলেন তিনি।
আইকে/টিএ