সন্তানের সঙ্গে পরিণীতি চোপড়ার জন্মতারিখের ব্যবধান মাত্র তিন দিন! ১৯ অক্টোবর অভিনেত্রীর কোল আলো করে জন্ম নিয়েছে ফুটফুটে রাজপুত্র। আর বুধবার, ২২ অক্টোবর পরিণীতির জন্মদিন। দিল্লির চাড্ডা পরিবারে বর্তমানে খুশির জোয়ার। সদ্যোজাতের গৃহপ্রবেশের প্রস্তুতি যখন তুঙ্গে, তখন এমন আবহে স্ত্রী পরিণীতির জন্মদিনে অদেখা ছবি শেয়ার করে আদুরে শুভেচ্ছায় ভরালেন তাঁর ‘ফ্যামিলি ম্যান’ স্বামী রাঘব চাড্ডা।
সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগের ছবি শেয়ার করে স্ত্রীর জন্মদিনে বিশেষ বার্তা দিলেন আপ নেতা। সেখানেই দেখা গেল, অন্তঃসত্ত্বা পরিণীতির স্ফীতোদরে কখনও স্নেহের চুম্বন এঁকে দিচ্ছেন তিনি আবার কখনও বা বেবি বাম্পে কান রেখে গর্ভস্থ সন্তানের গতিবিধি বোঝার চেষ্টা করছেন রাঘব। বুধবার রাজনীতিকের শেয়ার করা এহেন মিষ্টি মুহূর্ত দেখেই সোশাল পাড়ায় উল্লাস। শুধু তাই নয়, মন জয় করল রাঘব চাড্ডার পোস্টের ক্যাপশন। জন্মদিনে স্ত্রীর উদ্দেশে তিনি লিখেছেন, ‘শহরের নতুন এবং সেরা মায়ের জন্মদিনে অসংখ্য শুভেচ্ছা। প্রেমিকা, স্ত্রী থেকে আমার পুত্রসন্তানের মা, অসাধারণ একটা সফর!’ রাঘব চাড্ডার পোস্টে পরিণীতিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরাও।
প্রসঙ্গত, দিওয়ালির শুভক্ষণে রবিবাসরীয় সকালেই সুখবর দিয়েছেন রাঘব চাড্ডা এবং পরিণীতি চোপড়া। তারকাদম্পতির সংসার আলো করে জন্ম নিয়েছে ফুটফুটে পুত্রসন্তান। আপাতত শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তারকাদম্পতি। রবিবার সন্তান হওয়ার সুখবর দিয়ে সোশাল মিডিয়া পোস্টে রাঘব-পরিণীতি লেখেন, ‘আমাদের এর আগের জীবনটা ঠিক কীরকম ছিল, সেটা আমরা আর মনে করতে পারছি না। আমাদের দু’বাহু ও হৃদয় দুটোই এখন পরিপূর্ণ। এর আগে আমরা একে-অপরের জন্য ছিলাম। এবার আমাদের বৃত্ত সম্পূর্ণ হল।’ দম্পতির এই পোস্টে বয়ে গিয়েছে শুভেচ্ছার বন্যা। অনন্যা পাণ্ডে, কৃতী স্যানন, মণীশ মালহোত্রা-সহ বলিউডের একাধিক ব্যক্তিত্ব শুভেচ্ছা জানিয়েছেন সদ্য মা-বাবার ইনিংস শুরু করা তারকাদম্পতিকে।
এসএন