‘হতে পারে এটা আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট’

দীর্ঘ এক দশক পর আবারও বাবা হওয়ার অসাধারণ অনুভূতি ব্যক্ত করলেন রকস্টার নগরবাউল জেমস। চলতি বছরের জুনে তাঁর তৃতীয় স্ত্রী, বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিন-এর কোলজুড়ে এসেছে পুত্রসন্তান। দম্পতির সন্তানের নাম রাখা হয়েছে জিবরান আনাম।

কন্যাসন্তান নিয়ে চাকরির জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন বেনজীর। আর এই সময়ে দেশে সবকিছু ফেলে যুক্তরাষ্ট্রে থিতু হওয়ার সুযোগ জেমসের ছিল না। কয়েক বছর আলাদা থাকার পর পারস্পরিক বোঝাপড়ায় আলাদা হয়ে যান দুজন। তবে সন্তানের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় নগরবাউল জেমসকে পাওয়া যায় অন্য মেজাজে। প্রণয় থেকে বিয়ে, পুত্রসন্তানের পৃথিবীতে আগমন—সবকিছু নিয়েই কথা বলেছেন খোলামেলা।

আলাপকালে জেমস জানান, ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রে নামিয়া সঙ্গে পরিচয়। লস অ্যাঞ্জেলেসের একটি অনুষ্ঠানে দুজনের প্রথম দেখা, এরপর মুঠোফোন নম্বর বিনিময়। শুরু হয় ফোনে বার্তা আদান-প্রদান। এ যোগাযোগ থেকে প্রণয়, এরপর একসঙ্গে ঘর বাঁধার পরিকল্পনা।

হতে পারে এটা আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট। এ অনুভূতি অসাধারণ। এটা আসলে কীভাবে প্রকাশ করব, সে ভাষা খুঁজে পাচ্ছি না। তবে এতটুকু বলব, আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন। সবাই জিবরান ও তার মায়ের জন্য দোয়া রাখবেন।

সম্পর্ক নিয়ে জেমস দিয়েছেন মজার তথ্য। সেদিন ঠিক কনসার্ট ছিল না, একদম ঘরোয়া এক আয়োজন। সেখানেই দেখা, তবে ভক্ত হিসেবে জেমসের প্রেমে পড়েননি নামিয়া। সত্যি বলতে কি, জেমস সম্পর্কে আগে থেকে তেমন কিছু জানতেনও না তিনি!

জেমস পুত্রের নাম রেখেছেন জিবরান আনাম। এটি একটি আরবি শব্দ। অর্থ ‘পুনরুদ্ধার করা’ বা ‘শক্তিশালী করা’। জীবনের এ সময়ে এসে দ্বিতীয় পুত্রের জন্মকে নিজেকে ফিরে পাওয়ার সঙ্গে মিলিয়েছেন জেমস। বললেন, ‘হতে পারে এটা আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট। এ অনুভূতি অসাধারণ। এটা আসলে কীভাবে প্রকাশ করব, সে ভাষা খুঁজে পাচ্ছি না। তবে এতটুকু বলব, আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন। সবাই জিবরান ও তার মায়ের জন্য দোয়া রাখবেন।’

এক বছর প্রেমের পর ২০২৪ সালের ১২ জুন পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঢাকায় বিয়ে হয় জেমস-নামিয়ার। বিয়ের পর নামের শেষে জেমসের বংশপদবি আনাম যুক্ত করেছেন নামিয়া। চলতি বছরের ৮ জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে ভোররাত সাড়ে তিনটায় পুত্রসন্তানের জন্ম দেন নামিয়া।

ব্যক্তিজীবনে এর আগে দুবার বিয়ে করেছেন জেমস। তাঁর প্রথম স্ত্রী চলচ্চিত্র অভিনেত্রী কানিজ রাবেয়া ওরফে রথি। ১৯৯১ সালে বিয়ের পর ২০০৩ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। বেনজীর সাজ্জাদের সঙ্গে জেমসের পরিচয় হয় ২০০০ সালে, পরে যুক্তরাষ্ট্রে গিয়ে তাঁরা বিয়ে করেন। প্রথম পরিবারে জেমসের একটি পুত্র ও একটি কন্যাসন্তান রয়েছে। আর দ্বিতীয় সংসারে একটি কন্যাসন্তান রয়েছে। রথিও পরে বিয়ে করেন।


আইকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
জুলাই সনদে স্বাক্ষর করা অনেকেই প্রত্যাহারের চেষ্টা করছে: সারোয়ার তুষার Oct 23, 2025
img
শুভ জন্মদিন, আমার আদরের রাজকন্যা : শাবনূর Oct 23, 2025
img
ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ Oct 23, 2025
img
জাতীয় নির্বাচনে প্রার্থীদের জামানত বেড়ে ৫০ হাজার টাকা Oct 23, 2025
img
সংশোধিত শ্রম আইন অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন Oct 23, 2025
img
বিশ্ববাজারে বাড়ল তেলের দাম Oct 23, 2025
img
এখন আমি কারো সঙ্গেই সম্পর্কে নেই : ববি Oct 23, 2025
img
ভারতকে হারিয়ে এক ম্যাচ আগেই সিরিজ জয় অজিদের Oct 23, 2025
img
জাতীয় পার্টি ও আ. লীগকে ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না : জি এম কাদের Oct 23, 2025
img

পরিবেশ অধিদপ্তরের অভিযান

৮৬ হাজার টাকা জরিমানা ও হাইড্রোলিক হর্ন জব্দ Oct 23, 2025
img
দেশকে মধ্যম আয়ের স্তরে এগিয়ে নিতে হলে সংস্কার অপরিহার্য : ড. দেবপ্রিয় ভট্টাচার্য Oct 23, 2025
img
রাশিয়ার দুই শীর্ষ তেল কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা Oct 23, 2025
img
জাতীয় পার্টির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক Oct 23, 2025
img
কিছু বিষয়ে উচ্চ আদালতের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে : আসিফ নজরুল Oct 23, 2025
img
অর্থের পেছনে না ছুটে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করার আহ্বান ছাত্রদল সভাপতির Oct 23, 2025
img
‘মাই ম্যান’ এর পলিটিক্স করবে না এনসিপি: সারজিস Oct 23, 2025
img
আইজিপির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ Oct 23, 2025
img
জোটের প্রার্থী হলেও লড়তে হবে নিজ দলের প্রতীকে Oct 23, 2025
img
ব্যাটিং বিপর্যয়ে ওয়েস্ট ইন্ডিজ Oct 23, 2025
img
ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, সেটি ঠেকানোর মতো শক্তি পৃথিবীতে নেই: অ্যাডভোকেট রফিক সিকদার Oct 23, 2025