দক্ষিণী সুপারস্টার রাম চরণের পরিবারে আবারও নতুন অতিথি আসার সম্ভাবনা তৈরি হয়েছে। কয়েক বছর আগেও স্ত্রী উপাসনা স্পষ্ট জানিয়েছিলেন, তাঁদের ব্যস্ত জীবনে সন্তানের জন্য আলাদা সময় বের করা সম্ভব নয়। অথচ কন্যাসন্তান জন্মের মাত্র দুই বছরের মাথায় ফের মাতৃত্বের ইঙ্গিত দিলেন উপাসনা। ফলে টলিপাড়া জুড়ে জোর গুঞ্জন— দ্বিতীয় বার বাবা হতে চলেছেন ‘আর আর আর’ অভিনেতা।
রাম চরণ ও উপাসনার দাম্পত্যের বয়স এখন এক যুগ ছুঁইছুঁই। দীর্ঘ অপেক্ষার পরে ২০২৩ সালে জন্ম নেয় তাঁদের প্রথম কন্যা ক্লিন কারা কোনিডেলা। মেয়েকে নিয়ে নানা পারিবারিক মুহূর্ত ভাগ করে নিতে দেখা যায় দম্পতিকে। তবে সম্প্রতি উপাসনা এক বিশেষ বার্তা প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে— লিখেছেন, “এ বছরের দীপাবলিতে আমরা দ্বিগুণ খুশি। ভালবাসা দ্বিগুণ। কৃতজ্ঞ বোধ করছি। খুব শীঘ্রই নতুন একটি শুরু করতে চলেছি।” এই কয়েকটি লাইনেই যেন আগুনে ঘি পড়েছে।
আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ভক্তরা ধরে নিচ্ছেন, দ্বিতীয় বার মাতৃত্বের আনন্দে ভাসছেন উপাসনা। কারণ একই রকম গোপন ইশারাতেই প্রথম কন্যাসন্তানের খবর জানিয়েছিলেন দম্পতি। আবারও ঠিক সেই একই ধাঁচের পোস্ট। ফলে উৎসবের মরসুমেই রাম চরণের ভক্তরা অপেক্ষা করছেন নতুন সুখবরের ঘোষণার জন্য। দক্ষিণী ছবির সবচেয়ে জনপ্রিয় তারকা-দম্পতির ঘরে আলোয় ভরা নতুন অধ্যায় শুরু হতে চলেছে বলে মনে করছেন অনুরাগীরা।
আরাপি/এসএন