সাগর-রুনি হত্যা মামলায় টাস্কফোর্সের ছয় মাসের সময় চাওয়াটা অযৌক্তিক মন্তব্য করে এতে জনগণের মনে এক ধরনের নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন বাদীপক্ষের আইনজীবী শিশির মনির।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে হাইকোর্টের অ্যানেক্স ভবনের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
শিশির মনির বলেন, বিচারটি দীর্ঘসূত্রতার কারণে অনিশ্চয়তার দিকে যাচ্ছে। গুরুত্বপূর্ণ মামলা বিবেচনা করে টাস্কফোর্স দ্রুত সময়ের মধ্যে আদালতে রিপোর্ট জমা দেবে বলেও প্রত্যাশা জানান তিনি।
এদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের পরবর্তী শুনানি ২৮ অক্টোবর বলে জানান আইনজীবী শিশির মনির। এ সময় তিনি দাবি করেন, আদালত যে রায় দেবেন তা যেন জুলাই সনদের ভিত্তিতে হয়। তিনি বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থাই বাংলাদেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য ফর্মুলা। নির্দলীয়
নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনই বাংলাদেশে একটি ফ্রি, ফেয়ার, ইমপার্শিয়াল এবং ক্রেডিবল নির্বাচন অনুষ্ঠান হওয়া সম্ভব।
শিশির মনির বলেন, যে প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকার বাদ দেয়া হয়েছিল সেটি ছিল একটি কমপ্লিটলি পূর্বপরিকল্পিত ডিজাইনের আলোকে। তখনকার সংসদীয় কমিটিও তত্ত্বাবধায়ক সরকার বাদ করতে চায়নি। এক ব্যক্তির ইচ্ছায় তত্ত্বাবধায়ক সরকারকে বাদ করে বাংলাদেশে একটি ডিক্টেটর বা একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্ম হয়েছিল।
তিনি বলেন, ‘আমরা এখন তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা ফিল করছি। যদি নির্বাচন ব্যবস্থাকে সঠিক নিয়মের ওপর দাঁড় করাতে হয়, তাহলে তত্ত্বাবধায়ক সরকার ফর্মুলায় ফিরে যেতে হবে।’