তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, গাজা পুনর্নির্মাণে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে মিলিতভাবে কাজ করবে তুরস্ক। তিনি আশ্বাস দেন, গাজাকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
এরদোগান বলেন, “আমরা গাজাকে একসঙ্গে পুনর্নির্মাণ করব। এটি কোনো একক দেশের পক্ষে সম্ভব নয়। এটি সমন্বিত ও যৌথ প্রচেষ্টার মাধ্যমে সম্ভব। আমরা প্রতিটি পর্যায়ে বিস্তৃত আলোচনা করেছি।”
গাজার পরিস্থিতিকে মুসলিম বিশ্বের জন্য একটি পরীক্ষা হিসেবে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, ‘মুসলিম দেশগুলো সম্মানের সঙ্গে গাজার ভাইদের পাশে থাকবে।’
গাজার অবকাঠামোগত ধ্বংসের দিকে ইঙ্গিত করে এরদোগান বলেন, ‘ইসরায়েলের হামলার পর পুনঃনির্মাণ ও বিস্তৃত খনন কাজ অত্যন্ত জরুরি।
তিনি আরও জানান, গাজার জন্য বহুস্তরীয় টাস্ক ফোর্স গঠনের বিষয়ে আলোচনা চলছে এবং গাজার সব প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য তুরস্ক প্রস্তুত।’
ইসরায়েলকে চাপ দেওয়ার জন্য সংশোধনমূলক নিষেধাজ্ঞা ও অস্ত্র নিষেধাজ্ঞা প্রয়োগের গুরুত্বের উপর জোর দিয়ে এরদোগান বলেন, “তুরস্ক হিসেবে আমরা যুদ্ধবিরতি বজায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। হামাস যুদ্ধবিরতি মানছে, কিন্তু ইসরায়েল তা লঙ্ঘন করছে। আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলকে পুরোপুরি মেনে চলার জন্য যথেষ্ট কূটনৈতিক চাপ দিতে হবে।”
এরদোগান আশ্বাস দেন, “গাজা আবার উজ্জ্বল হয়ে উঠবে, এতে কোনো সন্দেহ নেই।”
তিনি গাজার প্রতি অবিরাম সহায়তা পাঠানোর গুরুত্ব উল্লেখ করে বলেন, “তুরস্ক কখনো গাজার প্রতি সাহায্য পাঠানো বন্ধ করে না এবং ভবিষ্যতেও না।
সূত্র: আনাদোলু এজেন্সি
ইএ/টিকে