বর্তমান সময়ে মানুষের সম্পর্ক প্রযুক্তিনির্ভর হয়ে যাওয়ায় আবেগ ও ধৈর্য ক্রমেই হারিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুর। তাঁর মতে, অতিরিক্ত স্মার্টফোন নির্ভরতা সম্পর্কের ভেতরকার গভীরতাকে নষ্ট করছে।
এক সাক্ষাৎকারে আদিত্য বলেন, “এখনকার সম্পর্কগুলো অনেকটাই মোবাইলের ওপর দাঁড়িয়ে। আগের দিনের মতো ধৈর্য আর হৃদয়ের যোগাযোগ আজ আর থাকে না।” তিনি মনে করেন, এখনকার প্রজন্ম সম্পর্ক গড়তে যেমন দ্রুত আগায়, তেমনি খুব দ্রুত ভেঙেও ফেলে। কারণ সবকিছু মাপা হচ্ছে ‘সিন’, ‘রিপ্লাই টাইম’ কিংবা ‘লাস্ট সিন’-এর ওপর।
তিনি আরও বলেন, “ভালোবাসা তো এক ধরনের ধৈর্য। কিন্তু এখন মানুষ অপেক্ষা করতে শেখে না। ফলে সম্পর্কগুলো খুব দ্রুত অস্থির হয়ে পড়ে।”
বিশেষজ্ঞরাও মনে করেন, ডিজিটাল যোগাযোগের সুবিধা যেমন দ্রুত সংযোগ তৈরি করছে, তেমনি বাস্তবিক অনুভূতির স্থায়িত্ব কমিয়ে দিচ্ছে। এ কারণেই এখন অনেক সম্পর্ক খুব সহজেই ভেঙে যাচ্ছে, যা অতীতের প্রজন্মে ছিল তুলনামূলক কম।
পিএ/টিএ