পারিবারিক দর্শকের কথা মাথায় রেখেই নিজের ক্যারিয়ার এগিয়ে নিতে চান বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব। ভারতীয় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় জানান, “আমি এমন কোনো সিনেমা করব না, যা একসঙ্গে পুরো পরিবার বসে দেখতে পারে না।”
রাজপালের ভাষায়, বর্তমান সময়ে সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মে নানা ধরনের সাহসী এবং বিতর্কিত কনটেন্ট তৈরি হলেও তিনি স্বস্তি পান ঠিক সেই ধরনের কাজেই, যেটি মা–বাবা, স্ত্রী বা সন্তান নিয়ে বসেও নির্বিঘ্নে দেখা যায়। অভিনেতার দাবি, একজন অভিনয়শিল্পী হিসেবে দায়িত্ববোধই তাঁর কাছে সবচেয়ে বড়।
রাজপাল বলেন, “যে কাজ করতে গিয়ে আমার নিজের পরিবারকে লজ্জায় পড়তে হবে, এমন কিছু আমি কখনও করব না। যদি বড় নায়ক হওয়ার শর্ত হয় এমন সিনেমা করা, যা আমি মেয়ের সঙ্গে দেখতে পারব না, তাহলে আমি সে নায়ক হতে চাই না।”
চলচ্চিত্র ক্যারিয়ারে দীর্ঘ দুই দশক ধরে ভরসার প্রতীক হয়ে আছেন রাজপাল যাদব। কমেডি রোল দিয়ে পরিচিতি পেলেও সাম্প্রতিক সময়ে তিনি সিরিয়াস ও আবেগঘন ভূমিকাতেও কাজ করছেন। ওটিটিতেও একাধিক প্রস্তাব পেয়েছেন বলে জানিয়েছেন, তবে সেখানেও তিনি একই নীতিতে অটল।
ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে বর্তমানে যেভাবে অতিরিক্ত বোল্ড ও সীমা অতিক্রম করা কনটেন্ট তৈরি হচ্ছে, তার মাঝে রাজপালের এই ঘোষণা ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে। বলিউড বিশ্লেষকদের মতে, পরিবারের সবাই মিলে দেখা যায় এমন সিনেমার চাহিদা আগের যেকোনো সময়ের তুলনায় এখন আরও বেশি।
আইকে/টিএ