ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবৈধ দোকান, ভবঘুরে মানুষদের উচ্ছেদ কার্যক্রমে আলোচনায় ডাকসু প্রতিনিধিরা। তাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলও করা হয়েছে। তবে ডাকসু নেতৃবৃন্দ বলছেন, নিরাপদ ও মাদকমুক্ত ক্যাম্পাস গড়তেই তাদের এই উচ্ছেদ আভিযান।
তবে ডাকসু নেতাদের পাশে দাঁড়িয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি মনে করেন দেশের সব বিশ্ববিদ্যালয় হকারমুত্ত এবং নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে তোলা উচিৎ। এ সময় তিনি ভালো কাজে সবাইকে সবার পাশে থাকার আহ্বান জানান।
শনিবার দিবাগত রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খান। ফেসবুক পোস্টে তিনি বলেন, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় হকারমুক্ত ও ফুটপাতের দোকানীমুক্ত করে নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে তোলা উচিত।
হ্যা, যারা হকার ও দোকানী হিসেবে ব্যবসা করতে চায় তাদের জন্য একটি নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে দেওয়া যায়। উদাহরণ হিসেবে তিনি বলেন, আমি চীনে গিয়ে দেখে এসেছি, কোনো বিশ্ববিদ্যালয়ে এমন ভবঘুরে, যেখানে সেখানে দোকান ও আড্ডা নাই। পৃথিবীর উন্নত কোনো দেশের বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মত নয়। গণ-অভ্যুত্থানের পরে শিক্ষা ব্যবস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানকে অবশ্যই আন্তর্জাতিক মানের করার পদক্ষেপ নিতে হবে।
কোনো আবেগ ও মায়া দিয়ে শৃঙ্খল রাষ্ট্র গঠনে হস্তক্ষেপ করা উচিত নয়। বরং দেশের কাঙ্ক্ষিত পরিবর্তনে পারস্পরিক সহায়তা, সহযোগিতা কাম্য। রাশেদ খান বলেন, শুধুমাত্র বিরোধী রাজনীতি ও আদর্শিক মতপার্থক্যের কারণে কারো ভালো কাজে কেউ বিরোধিতা করলে দেশ কখনোই উন্নত ও সমৃদ্ধ হবে না। আসুন, ভালো কাজে সকলকে সকলকে সমর্থন করি।
এসএস/টিকে