সালমান খানকে নিষিদ্ধ ঘোষণা করল পাকিস্তান

বলিউড সুপারস্টার সালমান খান এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সৌদি আরবের রিয়াধে এক অনুষ্ঠানে মুখ ফসকে এমন কথা বলে ফেললেন, যা নিয়ে তোলপাড় গোটা পাকিস্তানজুড়ে। বেলুচিস্তানকে ‘ভিন্ন দেশ’ হিসেবে উল্লেখ করায় পাক সরকার তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে। এমনকি সন্ত্রাসবিরোধী সংস্থা তাকে ‘সন্ত্রাসবাদী’ তকমা পর্যন্ত দিয়েছে!

সম্প্রতি সৌদি আরবের রিয়াধে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে ভারতীয় সিনেমার প্রসার ও আন্তর্জাতিক বাজার নিয়ে কথা বলছিলেন সলমন। সেসময় তিনি বলেন, ‘হিন্দি সিনেমা সৌদি আরবে মুক্তি পেলে তা সফল হবেই। কারণ এখানে নানা দেশের মানুষ কাজ করেন- যেমন বেলুচিস্তানের, আফগানিস্তানের, পাকিস্তানের মানুষরা।’

এই বক্তব্যের মধ্যেই বেলুচিস্তানকে পৃথক দেশ হিসেবে উল্লেখ করেন তিনি। মন্তব্যটি ইচ্ছাকৃত, না কি মুখ ফসকে বলা— তা নিয়ে চলছে বিতর্ক। তবে পাকিস্তানি কর্তৃপক্ষ বিষয়টি একেবারেই ভালোভাবে নেয়নি।



পাকিস্তানের সন্ত্রাসদমন শাখা (সিটিসি) এক বিবৃতিতে সালমান খানকে ‘সন্ত্রাসবাদী সমর্থক’ বলে দাবি করেছে। পাশাপাশি তার ছবি ও অনুষ্ঠান সম্প্রচারে নিষেধাজ্ঞার সিদ্ধান্তও জানানো হয়েছে।

অন্যদিকে সালমানের এই মন্তব্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বেলুচ নেতারা। বেলুচ স্বাধীনতা আন্দোলনের নেতা মীর ইয়ার বেলুচ এক বিবৃতিতে বলেছেন, ‘সালমান খান সত্যিটা বলেছেন। তিনি আমাদের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞ।’

এই প্রতিক্রিয়ার পরই আরও ক্ষিপ্ত হয়েছে পাকিস্তান সরকার। তারা বলছে, সালমান খানের মতো প্রভাবশালী অভিনেতা এমন ‘অবিবেচনাপ্রসূত’ মন্তব্য করে দেশবিরোধী প্রচারকে উসকে দিয়েছেন।

তবে এখনো পর্যন্ত এই বিতর্কে কোনো প্রতিক্রিয়া জানাননি সালমান খান। তার ঘনিষ্ঠ মহলও নীরবতা বজায় রেখেছে। সূত্রমতে, বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে চান না এ সুপারস্টার।
পাকিস্তান-বেলুচিস্তান দ্বন্দ্ব নতুন নয়। দীর্ঘদিন ধরে বেলুচিস্তানের স্বাধীনতা দাবিকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা চলছে। পাকিস্তানের দাবি, বেলুচিস্তান তাদের অবিচ্ছেদ্য অংশ; অপরদিকে, বেলুচ নেতাদের বক্তব্য- তারা আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি চান।

সালমানের মন্তব্য যেন এই চলমান বিতর্ককে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে চলছে তুমুল আলোচনা। অনেক ভারতীয় সমর্থক বলছেন, সালমান ইচ্ছাকৃতভাবে এমন বলেননি; আবার কেউ কেউ মনে করছেন, আন্তর্জাতিক মঞ্চে এমন মন্তব্য করা তার মতো তারকার কাছ থেকে মোটেও প্রত্যাশিত ছিল না।

রিয়াধে অনুষ্ঠান চলাকালীন ভারতীয় ছবির সাফল্য নিয়ে বক্তব্য দিতে গিয়ে সালমান সম্ভবত বিভিন্ন দেশের প্রবাসীদের প্রসঙ্গ টানতে চেয়েছিলেন। কিন্তু সেখানে বালোচিস্তানকে আলাদা দেশ হিসেবে উল্লেখ করাতেই ঘটে বিপত্তি।

এখন দেখার বিষয়- পাকিস্তানের কড়া অবস্থানের পরিপ্রেক্ষিতে সালমান খান কী প্রতিক্রিয়া জানান, আর এই বিতর্ক শেষমেশ কোথায় গড়ায়।

আরপি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
চাকরিপ্রার্থী নয়, চাকরিদাতা হয়ে উঠুক তরুণরা : শিক্ষা উপদেষ্টা Oct 26, 2025
img
ট্রাম্পের ‘সময় নষ্ট’ মন্তব্যে রাশিয়ার প্রতিক্রিয়া Oct 26, 2025
img
পাকা কলা ঘুষ খাওয়ায় জেলা পরিষদ কর্মকর্তাকে বদলি Oct 26, 2025
সূরা ফাতিহার ফজিলত | ইসলামিক জ্ঞান Oct 26, 2025
নাগরিক সমাবেশে যা বললেন শামসুজ্জামান দুদু Oct 26, 2025
নুরকে নিয়ে স্মৃতিচারণে যা বললেন বিএনপি নেতা আলাল Oct 26, 2025
দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লা নগরীর কান্দিখাল Oct 26, 2025
img

শাকিব খান

আপনি নিজেকে যত বেশি জানবেন, তত কম ব্যাখ্যা করার প্রয়োজন হবে Oct 26, 2025
img

সারজিস আলম

আমরা জাতীয় পার্টির মতো পোষা রাজনৈতিক দল হতে আসি নাই Oct 26, 2025
img
ভারতকে ১২৬ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ Oct 26, 2025
img
জাকের পার্টির পতাকাতলে দেশবাসী নিরাপদ : আমীর ফয়সাল Oct 26, 2025
img

এনবিআর

বেনাপোল স্থলবন্দরে আগের নিয়মে আমদানি-রপ্তানি Oct 26, 2025
img
রোহিত-বিরাটের সমালোচকদের উদ্দ্যেশে সুনীল শেট্টির কড়া বার্তা Oct 26, 2025
img
সেবামূলক প্রতিষ্ঠানকে নির্বাচনি দায়িত্ব না দেওয়ার দাবি অযৌক্তিক : গোলাম পরওয়ার Oct 26, 2025
img
ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মালয়েশিয়ায় বিক্ষোভ Oct 26, 2025
img
মা হারালেন পরিচালক অনিমেষ আইচ Oct 26, 2025
img
শত্রুদের আঘাত করতে কারও অনুমতির প্রয়োজন নেই : নেতানিয়াহু Oct 26, 2025
img
সমাজে চারিত্রিক অবক্ষয়ের মূল কারণ নৈতিক শিক্ষার অভাব: মোবারক হোসাইন Oct 26, 2025
img
সীমান্তে ভয়াবহ সংঘর্ষ, ৫ পাকিস্তানি সেনাসহ নিহত ২৫ Oct 26, 2025
img
কর্মসংস্থান সৃষ্টিতে যোগ্য নেতৃত্ব নির্বাচিত করতে হবে : মাসুদ সাঈদী Oct 26, 2025