টলিউডের সিনিয়র অভিনেতা রঞ্জিত মল্লিকের কণ্ঠে ফের ভেসে উঠল ইন্ডাস্ট্রির প্রতি দায়িত্ববোধের সুর। তিনি বলেন, “একসময় আমরা ইন্ডাস্ট্রির বড় সংকট নিজ হাতে সামলে তুলেছিলাম। এখনো যদি শুনি কারও কাজ নেই, কেউ সুযোগ পাচ্ছে না খুব খারাপ লাগে।”
অভিনেতার দাবি, বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি একসময় যে জৌলুস ধরে রেখেছিল, তা ফিরিয়ে আনতে আবারও সমন্বিত উদ্যোগ দরকার। তিনি মনে করেন, নতুন প্রজন্ম প্রতিভাবান হলেও তাদের সুযোগ করে দেওয়ার মতো নিরাপদ ইকোসিস্টেম তৈরির দায়িত্ব সিনিয়র শিল্পী-নির্মাতা ও প্রযোজকদের নিতে হবে।
রঞ্জিত মল্লিক বলেন, “সিনেমা শুধু বিনোদনের জায়গা নয়, অনেক মানুষের জীবিকার বিষয়। টলিউডকে বাঁচাতে সবাইকে আবারও এক হতে হবে।
এমকে/এসএন