গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘জাতীয় পার্টির বিষয়ে সিদ্ধান্ত না নিয়ে নির্বাচনে গেলে ফ্যাসিবাদ আবারও ফিরে আসবে।’ তিনি বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা যুক্ত ছিলাম আমরা সবাই মিলে জাতীয় পার্টির বিষয়ে একটা ফয়সালা করতে হবে। কারণ কিছুদিন আগে জি এম কাদের বলেছেন, আওয়ামী লীগ ছাড়া এ দেশে কোনো নির্বাচন হতে পারে না। এই কথা বলার পরেও তিনি কিভাবে বাসায় ঘুমাতে পারেন।
এটা আমার কাছে বোধগম্য নয়।’
রবিবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় নুরুল হক এসব কথা বলেন।
নুরুল হক নুর আরো বলেন, ‘জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ। তাদের সহায়তা নিয়েই আওয়ামী লীগ ফ্যাসিস্ট কায়েম করেছিল।
জাতীয় পার্টি নির্বাচনে যাওয়ার সুযোগ পেলেই তারা আওয়ামী লীগের সহায়তা নিয়ে আন্তর্জাতিকভাবে নির্বাচনকে বানচাল করতে নানা অপকর্ম করার চেষ্টা করবে।’
বক্তব্যের শুরুতে নুরুল হক নুর ’৭১ থেকে ২০২৪ গণ-আন্দোলনে সব শহীদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি ২৪-এর শহীদ পরিবারের অনেক সদস্য আর্থিক সংকটে আছে উল্লেখ করেন। চিকিৎসায় অবহেলার কারণে পঙ্গুত্ব বরণ করেছেন।
এর দায়ও আমাদের সরকার এড়াতে পারে না। যথাসময়ে চিকিৎসা দিলে তাদের পুঙ্গত্ব বরণ করতে হতো না। এই গণ-অভ্যুত্থান একক কোনো রাজনৈতি দলের দ্বারা সংঘটিত হয়নি। সব দলেরই এখানে অবদান আছে। রাজনৈতিক দলগুলোর চেয়ে বেশি কৃতিত্ব দিতে হবে ফ্যাসিবাদবিরোধী শ্রমিক কৃষক ও মেহনতি মানুষের। যারা নিজের জীবন বিলিয়ে দিয়েছিলেন।
এ ছাড়া ২০২৩ সালের ২৮ অক্টোবরের পর থেকে বিএনপি নেতা সালাউদ্দিনের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। তিনি বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে আমাদের পরামর্শ দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। আমাদের মিছিলে বিএিনপি ও ছাত্রদলের কর্মীরা যেন থাকেন সেই কথা সংশ্লিষ্টদের বলে দিয়েছিলেন। এভাবে তিনি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।
এসএন