বেনাপোল স্থলবন্দরে সন্ধ্যা ৬টার পর আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের কোনো সিদ্ধান্ত নেয়নি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বা কাস্টমস কর্তৃপক্ষ।
রোববার (২৬ অক্টোবর) রাতে এনবিআর এক প্রেস বিবৃতিতে বিষয়টি পরিষ্কার করেছে।
প্রতিষ্ঠানটি বলছে, বন্দর কার্যক্রম পূর্বের নিয়মেই চলমান রয়েছে।
প্রেস বিবৃতিতে বলা হয়, কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন মাধ্যমে বেনাপোল স্থলবন্দরে সন্ধ্যার পর কার্যক্রম বন্ধ করার খবর প্রকাশিত হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
বেনাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানি পণ্যের প্রবেশ ও বহির্গমনে কাস্টমস কর্তৃপক্ষ কোনো নতুন আদেশ বা বিধিনিষেধ আরোপ করেনি। বরং পূর্বের ন্যায় যথানিয়মে আমদানি পণ্যের বাংলাদেশে প্রবেশ ও রপ্তানি পণ্যের বাংলাদেশ থেকে বহির্গমন কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ বিষয়ে বিভ্রান্ত না হয়ে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের নিয়মিত সেবা গ্রহণ করতে। এছাড়া বিভ্রান্তিকর তথ্যের পরিবর্তে প্রকৃত তথ্য যাচাই করতে সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডার, সেবাগ্রহীতা এবং গণমাধ্যমকে অনুরোধ জানিয়েছে এনবিআর।
আরপি/এসএন