পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে রফতানি হয়েছে আরও ১ হাজার ৭১ মেট্রিক টন বাংলাদেশি আলু। রোববার (২৬ অক্টোবর) এস্টারিক্সসহ বিভিন্ন জাতের আলু মোট ৫১টি ট্রাকে করে দেশটিতে পাঠানো হয়েছে।
বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের অতিরিক্ত উপপরিচালক নুর হাসান বলেন, পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশি আলু রফতানি করা হচ্ছে নেপালে। দেশটিতে বাংলাদেশি আলুর চাহিদা বেশি থাকায় দিন দিন রফতানির পরিধি বাড়ছে।
এর আগে গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) চলতি মৌসুমে একদিনেই সর্বোচ্চ ৭৫ ট্রাকে ১ হাজার ৫৭৫ টন আলু আলু রফতানি হয়। আর গত শনিবার (২৫ অক্টোবর) ৩৯৯ মেট্রিক টন আলু রফতানি হয়। এ নিয়ে এ বন্দর দিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে রবিবার পর্যন্ত ১০ মাসে ৩৫ হাজার ৬৭৯ মেট্রিকটন আলু রফতানি হয় বলে জানা গেছে।
বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের অতিরিক্ত উপপরিচালক নুর হাসান দেশের একটি গণমাধ্যম বলেন, আলুগুলো পঞ্চগড়সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বাছাই করে নেপালে রফতানি করে বিভিন্ন রফতানিকারক প্রতিষ্ঠান।
এসএস/টিকে