গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৩৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যান্য ঘটনায় ৪৮২ জন। মোট গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৫১৫ জনকে।
এই অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে- ১টি বিদেশি পিস্তল, ১টি পুরাতন রিভালবর, ২টি দেশীয় পাইপগান, ১টি একনলা বন্দুক, ১টি পাইপগান, ৬ রাউন্ড গুলি, ১টি দেশীয় এলজি, ১টি পুরাতন মরিচাযুক্ত দেশীয় এলজি, ১টি স্টিলের ধারালো চাকু, ২টি সুইচ গিয়ার চাকু, ১টি কাঠের বাট যুক্ত কিরিচ ও ৫টি কিরিচ।
বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দফতর।
এমআর/টিকে