সংগীতশিল্পীদের প্রতি ভক্তদের পাগলামি কেমন হয়? কেউ প্রিয় শিল্পীকে স্টেজে জড়িয়ে ধরেন, কেউবা কেঁদে ফেলেন গানের সুরে গলা মেলাতে মেলাতে। আবার অনেকে ঘরের এক কোণে ছবি-পোস্টার বা সিডি-ক্যাসেট জমিয়ে রাখেন। কিন্তু, শুধু প্রিয় শিল্পীকে ভালোবেসে নিজের বাসাকেই জাদুঘর বানিয়ে ফেলা এবং সেখানে সেই শিল্পীর হাজার হাজার গান সংরক্ষণ করে রাখা, এমন দৃষ্টান্ত বিরল।
ভারতের আসামের গৌহাটিতে মিলল বিশাল কালিতা নামের এমনই এক ভক্তকে। যিনি সদ্য প্রয়াত কিংবদন্তি শিল্পী জুবিন গার্গের গাওয়া ৩৮ হাজার গানের সিডি-ক্যাসেট সযতনে রেখে দিয়েছেন নিজের কাছে।
গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুর সফরে মৃত্যু হয় জুবিনের। শুরুতে শোনা যায়, পানিতে ডুবে দুর্ঘটনায় মারা যান এই শিল্পী। কিন্তু তার মৃত্যু ঘিরে তৈরি হয় নানা জল্পনা; রহস্য। এ ঘটনার রহস্য বের করতে ৫ জনকে গ্রেপ্তারও করা হয়েছে।
জুবিন জানতেন, ভক্তরা তাকে কতটা ভালোবাসতেন। তার মৃত্যুর পর আসামে কী হবে, সেটিরও ভবিষ্যদ্বানি করেছিলেন একরকম। জুবিনের মৃত্যুতে স্তদ্ধ হয়ে ওঠে আসাম, পরে তার মৃত্যু নিয়ে রহস্যের আঁচ পাওয়া গেলে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যটি।
জুবিন তার রাজ্যে ছিলেন বনের রাজার মতোই- তা বলার বাকি রাখে না। হয়তোবা প্রতিটি মানুষই একইভাবে ভালোবেসেছেন তাকে। এমন সময়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির নজরে এলেন বিশাল কালিতা, যিনি একটি মিউজিক্যাল মিউজিয়াম বানিয়েছেন, আর তাতে সংগ্রহে রেখেছেন জুবিনের ৩৮ হাজার গানের সিডি ও ক্যাসেট।
প্রতিবেদনে বলা হয়েছে, কালিতার সংগ্রহে এমন কিছু রয়েছে, যা হয়তো বিশ্বের আর কোথাও পাওয়া যাবে না। যেমন জুবিনের অনেক গান রয়েছে, যার কোনো কপি অন্য কোথাও পাওয়া যায়নি- দাবি কালিতার।
জুবিন মারা যাওয়ার পর তার ভক্তরা নাকি নিয়মিতই ভিড় করছেন কালিতার সেই জাদুঘরের বাড়িতে। সেখানে জুবিন গার্গের জন্য রয়েছে আলাদা একটি গ্যালারি, আর সেখানেই মূলত ভক্তদের ভিড়।
কালিতার এই বাড়িতে পা রেখেছিলেন জুবিন নিজেও; তাও আবার মৃত্যুর ঠিক দুদিন আগেই। তখন কালিতাকে জুবিন বলেছিলেন, এই বিশাল সংগ্রহ আমাকে আমার ভুলে যাওয়া বহু স্মৃতি আমাকে মনে করে দিয়েছে।
ত্রিশ বছর বয়সী বিশাল কালিতা গত এক দশকেরও বেশি সময় ধরে ভারতের বিভিন্ন প্রান্ত ঘুরে ঘুরে বিলুপ্তপ্রায় পুরোনো ক্যাসেট সংগ্রহ করেছেন। গত মাস থেকে এই সংগ্রহশালাটি সাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। বিশেষ করে জুবিনের মৃত্যুর পর থেকেই। তবে শুধু জুবিনেরই নয়, এই সংগ্রহশালায় বিশ্বখ্যাত সংগীতশিল্পীদের শত শত সিডি এবং দুর্লভ পোস্টারও স্থান পেয়েছে।
এ নিয়ে বিশাল কালিতা বলেছেন, আমার সংগ্রহে থাকা অনেক ক্যাসেটই অত্যন্ত পুরোনো, যা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে আছে। আমি চাই এই গানগুলোকে আবার মানুষের স্মৃতিতে ফিরিয়ে আনতে।
আরপি/টিকে